ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় ৫জি বাজারের আশা চীনের

প্রকাশিত: ০৪:২৪, ২১ জুলাই ২০১৮

 সবচেয়ে বড় ৫জি বাজারের আশা চীনের

২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ৫জি বাজার হওয়ার আশা করছে চীন। এক্ষেত্রে ৪৩ কোটি ৫জি সংযোগের বিষয়টি মাথায় রেখেছে দেশটি। গোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বা জিএসএমএ এবং গোবাল টিডি-এলটিই ইনিশিয়েটিভ বা জিটিআই-এর প্রতিবেদন মতে, অংকটা বৈশ্বিক মোট সংযোগের এক তৃতীয়াংশ। চীনে বর্তমানে তিনটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রয়েছে। তারা সবাই কয়েক বছরের পরিকল্পনার অংশ হিসেবে ৫জি নিয়ে পরীক্ষা চালাচ্ছে, খবর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শিনহুয়া’র। এসব পরীক্ষার মধ্যে গবেষণা ও উন্নয়ন আর ২০২০ সালের মধ্যে বড় পরিসরে বাণিজ্যিকভাবে ৫জি চালুর উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক স্থাপনের কৌশলও রয়েছে, চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বেইস স্টেশনের দিক থেকে ৫জি নেটওয়ার্কে চীনের প্রাক-বাণিজ্যিক ও বাণিজ্যিক উদ্যোগ বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি বলেও প্রতিবেদনে জানানো হয়। জিএসএমএ-এর মহাপরিচালক ম্যাটস গ্র্যানইয়ার্ড বলেন, ৫জি খাতে চীনের নেতৃত্বস্থানীয় ভূমিকায় দ্রুত অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্য রাখা সরকারের সমর্থন রয়েছে।
×