ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর থেকে সাবেক উপজেলা চেয়ারম্যানকে অপহরণ

প্রকাশিত: ০৪:২৫, ২১ জুলাই ২০১৮

 নানিয়ারচর থেকে  সাবেক উপজেলা  চেয়ারম্যানকে  অপহরণ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২০ জুলাই ॥ জেলার সন্ত্রাসকবলিত দুর্গম নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং থেকে আবারও সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে সন্ত্রাসীরা আপহরণ করে নিয়ে গেছে। তার নাম প্রীতিময় চাকমা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নানিয়ারচরের সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে মুখোশধারী সন্ত্রাসীরা অপহরণ করে একটি ইঞ্জিনবোটে মহালছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়। শুত্রুবার পর্যন্ত তার কোন হদিস মেলেনি। নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে নানানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেনি বলে জানান। এদিকে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রধান শান্তিদেব চাকমা শুক্রবার এক বিবৃতির মাধ্যমে নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে তাকে উদ্ধারে ত্বরিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। তিনি অপহরণকারীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনী ও জেএসএস সংস্কারবাদীর সশস্ত্র দুর্বৃত্তকে দায়ী করেছে। পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির জন্য একটি মহল গতবছর ১৫ নবেম্বর নব্য মুখোশ বাহিনী নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম দেয় বলে শান্তিদেব চাকমা দাবি করেছে। এর পর থেকেই এই বাহিনী বিভিন্ন এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে প্রকাশ্যে সন্ত্রাসীরা খুন করার পরের দিন ইউপিডিএফ সংস্কার নেতা বর্মাসহ ৫জন খুন হয়। এর পর থেকে এলাকায় অশান্তি বিরাজ করছে। শক্তিমানের শূন্য পদে আগামী ২৫ জুলাই উপনির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানিয়ারচর ফের অশান্ত হয়ে উঠেছে।
×