ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইউএপি ও আইইউপি চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:২৮, ২১ জুলাই ২০১৮

  এইউএপি ও আইইউপি চুক্তি স্বাক্ষর

সম্প্রতি ইন্দোনেশিয়ার সুরাবায়াতে অনুষ্ঠিত এ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া এ্যান্ড দি প্যাসিফিক (এ ইউএপি) এবং ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইইউপি) এর যৌথ উদ্যোগে প্রথম যৌথ আন্তর্জাতিক সম্মেলনের নেটওয়ার্কিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা । উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ১৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড. ল্যামাগনা এআইইউবির পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে এ্যাডামসন বিশ্ববিদ্যালয়, ককেশাস বিশ্ববিদ্যালয়, সেন্টার অব টেকনিক্যাল এ্যান্ড হায়ার এডুকেশন, খ্রীস্টান বিশ্ববিদ্যালয় অব থাইল্যান্ড, কলেজ অব নিউ ক্যালেডোনিয়া, ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজি, লাইকুম অব দ্য ফিলিপিন্স ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি অব কমার্স, প্যান প্যাসিফিক ইউনিভার্সিটি, সামার স্টেট ইউনিভার্সিটি, সুরনারী ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এপলাইড সাইন্স অস্ট্রিয়া এবং ইউনিভার্সিটি অব সুরাবায়া। এআইইউবি ও উল্লেখিত ১৩টি বিশ্ববিদ্যালয় মধ্যকার শিক্ষক ও শিক্ষার্থীদের অধ্যায়ন, শিক্ষা কার্যক্রম ও গবেষণা কেন্দ্রিক পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতা, কর্মী ও শিক্ষার্থীদের বিনিময়ের ক্ষেত্রে যৌথ সহযোগিতার ওপর ভিত্তি করে সমঝোতা চুক্তি সম্পাদিত হয় এবং একই সঙ্গে উক্ত চুক্তিতে কিছু সম্ভব্য শিক্ষা প্রকল্প এবং গবেষণা কেন্দ্রিক উদ্যোগের ওপর উভয়পক্ষ কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি।
×