ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে অলস সময় কাটাচ্ছেন তৈরি পোশাক ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:৩০, ২১ জুলাই ২০১৮

 কেরানীগঞ্জে অলস সময় কাটাচ্ছেন তৈরি পোশাক ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২০ জুলাই ॥ রোজার ঈদ ও কোরবানির ঈদের মাঝামাঝি সময় হওয়াতে কেরানীগঞ্জের বৃহওম তৈরি পোশাক মার্কেট ও বিপণি বিতানগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। এখানকার মার্কেট ও গার্মেন্টসগুলো প্রতিদিন খোলা হলেও নেই তেমন বেচা বিক্রি, ফলে ব্যবসায়ীরা অলস দিন কাটাচ্ছে। কেরানীগঞ্জের বিভিন্ন মার্কেট ও কারখানাগুলোতে ঘুরে এমনটাই দেখা গেছে। এ বিষয়ে গুড চয়েসের স্বত্বাধিকার নজরুল ইসলাম জানান, ঈদের পর থেকে কাস্টমার নেই বললেই চলে। ব্যবসায়িক অবস্থা একবারেই নাজুক। কারণ হিসেবে জানান, একদিকে বন্যা পরিস্থিতি ও অন্যদিকে মানুষের অর্থনৈতিক অবস্থা মন্দা। এ বিষয়ে কেরানীগঞ্জ তৈরি পোশাক সমিতির সাধারণ সম্পাদক শেখ স্বাধীন জানান, দুই ঈদের মাঝামাঝি সময় হওয়ার কারণে ব্যবসায়িক অবস্থা মন্দা। মফস্বলের পাইকাররা মাল কিনতে আসছে না। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, দিনাজপুর, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ সারাদেশের ব্যবসায়ীদের নেই কোন ভিড়। অপরদিকে মফস্বলের পাইকাররা বকেয়া পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। নতুন করে মালামাল কেনার আগ্রহ করতে পারছে না। এতে করে কেরানীগঞ্জের পাইকারি ব্যবসায় মন্দা ভাব বিরাজ করছে।
×