ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিতলমারী সড়ক বেহাল ॥ চলাচলে দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৩৩, ২১ জুলাই ২০১৮

 চিতলমারী সড়ক  বেহাল ॥ চলাচলে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের হযরত খানজাহান (র) মাজার মোড় থেকে চিতলমারী উপজেলা সদর হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী পর্যন্ত গুরুত্বপূর্ণ পিচ ঢালা সড়কে মেরামত করা হয়েছে ইটের সলিং দিয়ে। খানাখন্দে ভরা, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। কোথাও কোথাও পিচ ও পিচের নিচের ইট উঠে মাটি বের হয়ে গেছে। একটু বৃষ্টিতে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। মাজার মোড় থেকে পাটগাতী পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। চিতলমারী-মোল্লারহাট উপজেলার মানুষ জেলা শহরের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষা করেন এ সড়কের মাধ্যমে। পিচঢালা রাস্তায় ইটের সলিং দিয়ে সংস্কার করা হয়েছে। এলাকার কৃষকের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রধান সড়কপথ এটি। সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। খুলনা-বাগেরহাট মহাসড়কের মাজার মোড় থেকে শুরু এ সড়কের। এ মোড় থেকে একটু সামনেই রাস্তার মাঝখানে বেশ কিছুদূর ইটের সলিং রয়েছে। এমন ইটের সলিং ৩৯ কিলোমিটার রাস্তার অসংখ্য জায়গায় রয়েছে। রয়েছে বড় বড় খানাখন্দ, গর্ত। যাত্রীরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। অহরহ রাস্তার গর্তে পড়ে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। চিতলমারী-বাগেরহাট রোডে চলা অটোবাইক ও বাসচালক নূর ইসলাম ও ইউনুস আলী বলেন, চিতলমারী উপজেলার সঙ্গে সরাসরি বাস চলাচলের একমাত্র সড়ক এটি। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
×