ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা দেয়া হবে ॥ নির্বাচন কমিশনার

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জুলাই ২০১৮

 সুষ্ঠু নির্বাচন করতে  সহায়তা দেয়া হবে ॥ নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মানুষের মাথায় সুষ্ঠু নির্বাচনের যে ধারণা রয়েছে সে পর্যায় হয়ত নির্বাচন কমিশন যেতে পারে নাই। তবে আমরা নির্বাচন কমিশন চেষ্টা করব। একটা আইনানুগ নির্বাচন করতে যা দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম উলিপুরে সাংবাদিকদের এ কথা বলেন। আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উলিপুর এমএস স্কুল এ্যান্ড কলেজের হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, যে কোন মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। এজন্য প্রশাসনিক সব ধরনের সহয়তা আপনাদের দেয়া হবে। এই নির্বাচন স্বল্পকালীন মেয়াদের হলেও আমাদের কাছে অন্যান্য নির্বাচনের মতো সমান গুরুত্ব বহন করে। রিটার্নিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব। উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য একেএম মাইদুল ইসলাম গত ১০ মে মারা যান। এ কারণে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন। আগামী ২৫ জুলাই আসনটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
×