ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জুলাই ২০১৮

 রাজশাহীতে রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পরীক্ষার আগেই গণহারে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের ‘টিকেট কালেক্টর গ্রেড-২’ পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও পরীক্ষার্থী বিপাকে পড়েন। পরে তারা একজোট হয়ে শুক্রবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলভবনের সামনে বিক্ষোভ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিকেল সাড়ে তিনটায় রাজশাহীতে পরীক্ষা হওয়ার কথা ছিল। জানা গেছে, ৮১টি পদের বিপরীতে সারাদেশ থেকে ৬৩ হাজার পরীক্ষার্থী রাজশাহীতে আসেন। এর মধ্যে বরিশাল থেকেই আসেন ১৪ হাজার পরীক্ষার্থী। এছাড়া দিনাজপুর থেকে ছয় হাজার এবং নওগাঁ থেকে দুই হাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬৩ হাজার পরীক্ষার্থী অংশ নিতে আসেন। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার তিনঘণ্টা আগেই গণহারে ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। ফলে পরীক্ষা স্থগিত করা হয়। এতে ফুঁসে উঠেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানায়, বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় গত বছরের নবেম্বর মাসে। এরপর পরীক্ষার তারিখ জানানো হয় আরও দুই মাস পর। পরীক্ষার নির্ধারিত দিন ধার্য হয় শুক্রবার। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতেই তারা আসেন রাজশাহীতে। হোটেলে সিট না পেয়ে অনেকেই স্টেশনে রাত কাটান।
×