ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলুপ্তপ্রায় ঢেঁকি

প্রকাশিত: ০৪:৪৪, ২১ জুলাই ২০১৮

বিলুপ্তপ্রায় ঢেঁকি

মাগুরায় বিলুপ্তপ্রায় ঢেঁকির এখনো প্রচলন রয়েছে। টিকে রয়েছে প্রাচীন একটি ঐতিহ্য। জেলার গ্রামাঞ্চলে এখনও ঢেঁকির শব্দ শোনা যায়। উৎসব মৌসুমে এর কদর বাড়ে। মহিলাদের পাশাপাশি পুরুষেরাও ঢেঁকিতে কাজ করেন। জানা গেছে, মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার গ্রামাঞ্চলে এখনও ঢেকির প্রচলন রয়েছে। গ্রামের মহিলার চাল ছাঁটা, হলুদ, চালের গুঁড়া প্রভৃতি তৈরিতে ঢেঁকির ব্যবহার করেন। ঢেঁকি ছাঁটা চালের স্বাদ ও পুষ্টিগুণ বেশি বলে এর আলাদা চাহিদা রয়েছে। জেলার বিভিন্ন গ্রামে এখনও ঢেঁকিতে পাড় দেয়ার শব্দ শোনা যায়। অনেক মহিলা আছেন যারা ঢেকিতে পিঠা তৈরির উপকরণ চালের গুঁড়া তৈরি করে জীবিকা নির্বাহ করেন। শীত মৌসুমে ও উৎসবের সময় ঢেঁকির আলাদা কদর দেখা যায়। কাঠের গুঁড়ির সাহায্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয় ঢেঁকি। আর এই ঢেঁকির সাহায্যে গ্রামাঞ্চলের মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সারেন। প্রাচীন ঢেকি এখনও জেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মহিলাদের পাশাপশি -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×