ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচন্ড দাবদাহে একই পরিবারের ৫ জনসহ হাসপাতালে ৭

প্রকাশিত: ০৫:০১, ২১ জুলাই ২০১৮

 প্রচন্ড দাবদাহে একই পরিবারের ৫ জনসহ হাসপাতালে ৭

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দেশের উত্তরাঞ্চল যেন আগুনে পুড়ছে। শুক্রবার দুপুরের পর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র মতে, শুক্রবার বিকেল ৩টায় এ অঞ্চলের তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। যা বিগত ৩ বছরে সৈয়দপুরের সর্বোচ্চ তাপমাত্রা। অপরদিকে ডিমলা উপজেলার আবহাওয়া অফিস সূত্র জানায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টায় ৩৭ দশমিক ১। এ দিকে ভ্যাপসা গরমের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের ডায়েরিয়ায় একই পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হলো আলিম উদ্দিন ছেলে সহিদুল ইসলাম (৫০), সহিদুল ইসলামের স্ত্রী মহেছেনা বেগম (৪৫), সহিদুল ইসলামের মেয়ে ছামিয়া বেগম (২০), শাহেনা বেগম (১৯), ছেলে মোকলেদুল ইসলাম (২৪)।
×