ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে রাঁধে সে চুলও বাঁধে

প্রকাশিত: ০৫:৩১, ২১ জুলাই ২০১৮

 যে রাঁধে সে চুলও বাঁধে

যে রাঁধে সে চুলও বাঁধে- বাংলা এ প্রবাদটি জনপ্রিয় রুশ রাজনীতিবিদ ভ্যালেন্তিনা পেটরেনকোর বেলায় শতভাগ প্রযোজ্য। সাবেক সোভিয়েত আমল থেকে দোর্দ- প্রতাপের সঙ্গে রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন তিনি। পুতিন যুগেও একজন প্রভাবশালী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির ময়দানে দক্ষ এই স্ট্রাইকার এবার বিশ্ববাসীর নজর কেড়েছেন তার অপূর্ব কেশবিন্যাস দিয়ে। তার চুলবাঁধার নানা ঢং ইতোমধ্যে খোদ রাশিয়াসহ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাশিয়ার মতো এতবড় একটি দেশের প্রভাবশালী এই রাজনীতিবিদ চুল বাঁধার পেছনে এত সময় কিভাবে ব্যয় করতে পারেন? আবার অনেকেই এই বয়সে তার ফ্যাশন সচেতনতার প্রশংসায় পঞ্চমুখ। তারা বলছেন, একজন ঝানু রাজনীতিবিদ পরিপাটি থাকবেন এটাই স্বাভাবিক। খবরে বলা হয়েছে, একটি জনপ্রিয় দৈনিকের বার্তা সম্পাদক সম্প্রতি তার সঙ্গে সাক্ষাত করেন। কথা বলার এক ফাঁকে তিনি ভ্যালেন্তিনা পেটরেনকোর ওই কেশবিন্যাসের প্রসঙ্গ তোলেন। এ সময় কয়েকটি ছবি তিনি টুইটারে পোস্ট করেন। এরপর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। বর্তমানে রাশিয়ার খাকাশিয়া অঞ্চলের সিনেটর হিসেবে প্রতিনিধিত্ব করছেন ভ্যালেন্তিনা পেটরেনকো। তিনি বলেন, আমার চুল বাঁধার রহস্য বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাই। তিনি বলেন, আমার চুলগুলো আসলে কোঁকড়ানো। আমি অল্প সময়ের মধ্যেই কয়েকটি চুল বাঁধার পিনগুঁজে আমার চুলগুলো বেঁধে ফেলি। এতে কোন গোপন রহস্য নেই। এ দিকে গত কয়েকদিনে ভ্যালেন্তিনা পেটরেনকোর চুল বাঁধার এই স্টাইল সম্পর্কে জানতে কয়েক লাখ লোক সামাজিক মাধ্যমের শরণাপন্ন হয়েছে। বিশ্বের নানা প্রান্তের মহিলারা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছে।- ইকো অব মস্কো অবলম্বনে।
×