ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফলন বাড়বে ১০গুণ

প্রকাশিত: ০৫:৩৭, ২১ জুলাই ২০১৮

  হাইড্রোপনিক্স পদ্ধতিতে  ফলন বাড়বে  ১০গুণ

স্টাফ রিপোর্টার ॥ গাছের ১৬ প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটি দ্রবণ তৈরি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জাহিদুর রহমান। উদ্ভাবিত এ দ্রবণটি সঠিক পরিমাণে সরবরাহ করা গেলে প্রতিটি গাছ থেকে মাঠ ফসলের চেয়ে ৮-১০গুণ বেশি ফলন পাওয়া যাবে বলে জানান উদ্ভাবক ড. জাহিদ। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ইউএসআইডির সহায়তায় গবেষণায় প্রধান গবেষক অধ্যাপক ড. জাহিদুর রহমান জানান, রহমান ও ইনডেন ২০১২ নামে উদ্ভাবিত পুষ্টি দ্রবণ ব্যবহার করে টমেটো, ক্যাপসিকাম, মরিচ, করলা, লেটুস, শশা, কলা, ঢেঁড়স ও বিভিন্ন শাকজাতীয় সবজির ফলন সাধারণভাবে মাঠের উৎপাদিত সবজির চেয়ে ৮ থেকে ১০গুণ বেশি পাওয়া গেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, এ চাষ পদ্ধতিতে ঢাকা শহরের বাসিন্দারা খুব সহজেই বাড়ির ছাদে কিংবা ঘরের ভেতরে সবজি ও ফুল চাষ করতে পারবেন। আমরা এখন উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। শুধু ভাত ও আলু ভর্তা দিয়ে পেট ভরলেই চলবে না। নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাদ্যের। অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফসল উৎপাদন খুবই লাভজনক। কিন্তু হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষের উপযোগী একটি কাঠামো তৈরি কিছুটা ব্যয় বহুল। বিশ থেকে ত্রিশটি গাছ চাষ করা যাবে এমন কাঠামো দাঁড় করাতে খরচ পড়বে বিশ থেকে পঁচিশ হাজার টাকা। তবে, একবার এ কাঠামো তৈরি করলে বিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে খুবই সহজে। এতে ফলনও অনেক বেশি হয়। উদ্ভাবিত দ্রবণের মূল্যের বিষয়ে ড. জাহিদুর রহমান বলেন, বর্তমানে অনেকেই হাইড্রোপনিক্স চাষ পদ্ধতির দিকে ঝুঁকছেন। কিছু বিজনেস কোম্পানি দ্রবণের দাম অনেক বেশি রাখছেন। তবে আমাদের কাছে প্রতি লিটার ৩০ টাকাতেই পাওয়া যাবে।
×