ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যৌতুক না পেয়ে শাশুড়িকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৭, ২১ জুলাই ২০১৮

  যৌতুক না পেয়ে  শাশুড়িকে  পিটিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ যৌতুকের টাকা না পেয়ে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাতা মনির হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শহরের গাজীবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম সামসুন নাহার (৫০)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামের মৃত আতাউর রহমান সরকারের স্ত্রী। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শহরের হাজীবাগ এলাকার মোঃ জমির উদ্দিনের ছেলে মনির হোসেনের (৩৫) সঙ্গে প্রায় ৩ বছর আগে সামসুন নাহারের মেয়ে নুরুন্নাহার আক্তার সুইটির বিয়ে হয়। মনির পেশায় প্রাইভেটকার চালক। তাদের সংসারে মুনিহা নামে ১৩ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের সময় সুইটির বাবা মনিরকে যৌতুক বাবদ নগদ এক লাখ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার দেয়া হয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকে মনির ও তার পরিবারের সদস্যরা আরও যৌতুকের জন্য সুইটিকে নির্যাতন করতে থাকে। তারা আরও জানান, গত বুধবার ওয়ারিশের পৈত্রিক জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য মনির তার স্ত্রী সুইটিকে বেদম মারধর করে। মারধরের একপর্যায়ে শিশু মুনিহাকে রেখে মনির তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর মনির বৃহস্পতিবার তার শাশুড়ি সামসুন্নাহারকে ফোন করে এবং সুইটিকে নিয়ে বাড়িতে আসতে বলে। ফোন পেয়ে সুইটিকে মুনিরের বাড়িতে আসে শাশুড়ি সামসুন্নাহার। যৌতুকের টাকা না দেয়াকে কেন্দ্র করে রাতে সামসুন্নাহারের সঙ্গে মনির ও তার মা খালাদের বাকবিত-া হয়। এক পর্যায়ে মনির ও তার মা মনোয়ারা, খালা রাহিমা, বিলাতি ও কমলাসহ বাড়ির লোকজন সামসুন্নাহারকে এলোপাতাড়ি মারধর করে এবং গলাটিপে শ্বাসরোধ করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গেছে অভিযুক্ত মনিরসহ তার স্বজনরা।
×