ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশু রাইফার মৃত্যু ॥ হত্যা মামলা গ্রহণ করল পুলিশ

প্রকাশিত: ০৫:৩৯, ২১ জুলাই ২০১৮

 শিশু রাইফার মৃত্যু ॥  হত্যা মামলা গ্রহণ করল পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে অব্যবস্থাপনা এবং চিকিৎসকের অবহেলায় আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি গ্রহণ করেছে পুলিশ। সিএমপির পাঁচলাইশ থানায় গত বুধবার এজাহারটি দায়ের করেছিলেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। শুক্রবার বিকেলে এটি মামলা হিসেবে নেয়া হয়েছে। পাঁচলাইশ থানার ওসি আবুল কালাম আজাদ মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার দায়েরের পর এ সংক্রান্ত দুটি তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণের জন্য কিছু সময় লেগেছিল। মামলার আসামিরা হলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লিয়াকত আলী খান এবং তিন চিকিৎসক ডাঃ বিধান রায় চৌধুরী, ডাঃ দেবাশীষ সেনগুপ্ত ও ডাঃ শুভ্র দেব। সাংবাদিক রুবেল খান গত বুধবার বিকেলে পাঁচলাইশ থানায় তার কন্যা হত্যার বিষয়ে হাসপাতালের অব্যবস্থাপনা এবং চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে এজাহার দায়ের করেছিলেন। কিন্তু সে দিনই এটি মামলা হিসেবে রেকর্ড না করায় সাংবাদিক সমাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুক্রবার বিকেলের মধ্যে এই মামলা গ্রহণ না করলে পরদিন শনিবার থেকে সিএমপি কার্যালয়ের সামনে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রুবেল খান।
×