ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিকারের জন্য কসরত

প্রকাশিত: ০৫:৪১, ২১ জুলাই ২০১৮

 শিকারের জন্য কসরত

ফ্যারো দ্বীপপুঞ্জের জাতীয় পাখি অয়েস্টারক্যাচার। পাখিটি ‘ঝিনুক খেকো’ হিসেবে পরিচিত। ফ্যারো দ্বীপপুঞ্জের পাশাপাশি, এশীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে এটির দেখা মেলে। শুক্রবার নিউজার্সির মিডলটাউনের কাছে স্যান্ডিহুক সৈকতে পাখিটিকে ঝিনুক শিকারের জন্য কসরত করতে দেখা যায়। -এএফপি
×