ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপাতত রিয়াল যাচ্ছেন না নেইমার

প্রকাশিত: ০৬:৩৪, ২১ জুলাই ২০১৮

 আপাতত রিয়াল যাচ্ছেন না নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, ইনিয়েস্তাদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে যাওয়ার পর আবারও গুঞ্জন রটে, কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছা বা চিন্তা-ভাবনা নেই। ফরাসী জায়ান্টদের হয়ে শিরোপা জেতাই তার মূল লক্ষ্য। নিজের ভবিষ্যত নিয়ে নেইমার সাক্ষাতকারে বলেছেন, আমি এখানেই (পিএসজি) থাকব। পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে। চ্যালেঞ্জ, নতুন কিছু অর্জন ও আরও বড় লক্ষ্যের জন্য আমি এখানে থাকাটা বেছে নিয়েছি। সাবেক বার্সা তারকা বলেন, এ ব্যাপারে আমি আমার মত পরিবর্তন করব না। আমি আশাকরি, আমরা সফল একটা মৌসুম কাটাতে পারব, জিততে পারব নতুন শিরোপাও। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যম গুজব সৃষ্টি করাটা উপভোগ করে। তবে সবাই জানে, পিএসজিকে আমি কতটা পছন্দ করি। গত বছর দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে গেছেন নেইমার। মাত্র এক বছর কেটেছে ফ্রান্সের রাজধানীতে। এর মধ্যে বেশিরভাগ সময়ই শোনা গেছে রিয়ালে যাচ্ছেন তিনি। রাশিয়া বিশ্বকাপ শেষ হতে এ নিয়ে নড়েচড়ে বসেছেন সবাই। তবে নেইমার আবারও জানিয়েছেন, পিএসজিতেই থাকতে চান তিনি। নেইমারকে কোনভাবেই ছাড়তে রাজি নয় পিএসজি এমনটাই শোনা গেছে এতদিন। কিন্তু বিশ্বকাপের পর ফরাসী সংবাদ মাধ্যম নতুন তথ্য জানায়। কিলিয়ান এমবাপেকে দলে রাখার জন্য নেইমারকে নাকি রিয়ালের কাছে বিক্রি করতে আপত্তি নেই দলটির। এমন অবস্থায় পিএসজির প্রতি নতুন করে আনুগত্য শোনা যাচ্ছে নেইমারের। ক্লাব সতীর্থ এমবাপের সঙ্গে দারুণ এক জুটি গড়েছেন নেইমার। ফরাসী ফরোয়ার্ড বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবেন বলে মনে করেন নেইমার। এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান এমবাপেকে নিয়ে নেইমার বলেন, সে অবিশ্বাস্য, অসাধারণ এক খেলোয়াড়। আমরা অনেক আগে থেকেই এটা জানি। ওর সঙ্গে আমি প্রতিদিন খেলি এবং জানি ও কত প্রতিভাবান। সে বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে সে শীর্ষস্থানের (বিশ্বের সেরা খেলোয়াড়) জন্য লড়বে। ওর সঙ্গে শীঘ্রই দেখা হবে ভেবে ভাল লাগছে। আমরা প্রতিদিনই কথা বলি, এমনকি বিশ্বকাপের সময়ও বলেছি। এবার অবশ্য শুধু গোল করা নয়, গোল আটকানোতেও ভাল ভরসা খুঁজে পেয়েছে পিএসজি। কিংবদন্তি জিয়ানলুইজি বুফন এবারই যোগ দিয়েছেন ক্লাবে। এ নিয়ে খুবই উৎফুল্ল নেইমার বলেন, বুফন যেমন মানুষ এবং যা অর্জন করেছে তার মতো একজন কিংবদন্তি গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সম্মানের ব্যাপার। আমাদের দেয়ার মতো তার অনেক কিছুই আছে, কত কত অভিজ্ঞতা। এদিকে সমালোচকদের এক হাত নিয়েছেন নেইমার। বৃহস্পতিবার ব্যাঙ্গাত্বক একটি ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি তার সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছেন। যেখানে দেখা গেছে নেইমার শিশুদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ডাইভ দিতে হয়। রাশিয়া বিশ্বকাপে ব্রজিলীয় সুপার স্টার প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় ঘন ঘন মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাওয়ায় ব্যাপকভাবে সমালোচিত হন। তবে ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে ব্যাঙ্গাত্বক ভিডিও প্রকাশ করে ওই সমালোচনার প্রতিশোধ নিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা। ভিডিওতে দেখা যায়, একটি পার্কিং লটে প্রায় এক ডর্জন শিশু নিয়ে নেইমার চিৎকার করছেন ‘ওয়ান, টু, থ্রি , গো’ আর তারা মাটিতে লুটিয়ে পড়ছে। তখনই ব্রাজিলীয় তারকা হাসতে হাসতে লুটিয়ে পড়ে বলছেন, ‘এটি হচ্ছে একটি ফ্রিকিক’। রাশিয়া বিশ্বকাপ চলাকালে ‘নেইমার চ্যালেঞ্জ’ দারুণভাবে ছড়িয়ে পড়ে। যেখানে নেইমারকে ইচ্ছেমতো উপহাস করা হয়েছে।
×