ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যালিসন এখন ইতিহাসের দামী গোলরক্ষক

প্রকাশিত: ০৬:৩৫, ২১ জুলাই ২০১৮

 এ্যালিসন এখন ইতিহাসের দামী গোলরক্ষক

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যালিসন বেকারই এখন ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাকে রোমা থেকে কিনে নিয়েছে লিভারপুল। ফলে জিয়ানলুইজি বুফনের পর ব্রাজিলের এ্যালিসন বেকারই এখন ইতিহাসের সবচেয়ে দামী গোলরক্ষক। আগামী ছয় বছরের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) অন্যতম সেরা ক্লাব লিভারপুলের জার্সিতে খেলবেন বেকার। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে তার সঙ্গে চুক্তি হয়েছে লিভারপুল সে বিষয়টি গোপন রেখেছে। যদিও রোমা সেই পথে হাঁটেনি। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ৭২.৫ মিলিয়ন ইউরোর (৬৬.৮ মিলিয়ন পাউন্ড) বিনিময়ে এ্যালিসনকে তারা লিভারপুলের কাছে বিক্রি করেছে। এ প্রসঙ্গে সিরি’এ লীগের ক্লাবটি এক টুইট বার্তায় লিখেছে, ‘এস রোমা এখন নিশ্চিত করে যে, বেকার তার লিভারপুল যাত্রা নিশ্চিত করেছে। ৭২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে নতুন করে ঠিকানা গড়েছে সে।’ রোমার হয়ে দুটি বছর পার করেছেন বেকার। ২০১৭-১৮ মৌসুমে ইতালিয়ান সিরি’এ লীগে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন বিশ্ব ফুটবলে। শুধু ক্লাব ফুটবল নয়, ব্রাজিলের জাতীয় দলের হয়েও অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন এ্যালিসন বেকার। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার জীবন কিংবা ক্যারিয়ারের বিবেচনায় এটা অনেক বড় একটা পদক্ষেপ। এই ক্লাব ও পরিবারের অংশ হতে পেরে আমি খুব খুশি। এ রকম সম্মানজনক জার্সি পরে আমি সত্যিই খুব আনন্দিত।’ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে মৌসুমের পুরোটা সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অলরেডদের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এই সালাহও ইতালিয়ান ক্লাব রোমায় খেলেছেন। এ্যালিসনের লিভারপুলে যোগদানের ব্যাপারেও ভূমিকা রয়েছে সালাহর। এ বিষয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেন, ‘গতকালও সে আমাকে বার্তা পাঠিয়েছে। সে জানতে চেয়েছে কিসের জন্য অপেক্ষা করছো? বিনিময়ে আমি তাকে জানিয়েছিলাম, শান্ত থাক, আমি আমার পথে আছি।’ সঠিক পথ বেছে নিতে মোটেও ভুল করেননি এ্যালিসন বেকার। জার্গেন ক্লপ বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ। তিনিও এ্যালিসনের প্রশংসায় পঞ্চমুখ। এ প্রসঙ্গে সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সেরা গোলরক্ষককে দলে ভেড়ানোর সুযোগটা পেয়ে যাই আমরা। সত্যি কথা বলতে মালিকপক্ষ তাকে কেনার ব্যাপারে দারুণ আগ্রহী ছিল। যে কারণেই আমরা তাকে দলে কিনে আনি।’ শুধু এখানেই থেমে থাকেননি ক্লপ। ব্রাজিলিয়ান গোলরক্ষকের অভিজ্ঞতার কথাও সামনে তুলে এনেছেন তিনি, ‘ইংরেজীতে সে দুর্দান্ত ভাল। ব্যক্তিত্বসম্পন্ন গোলরক্ষক সে। তার গত কয়েক বছরের অভিজ্ঞতা বেশ প্রশংসনীয়। ইউরোপ কিংবা রোমে সে অসাধারণ মাপের ফুটবল খেলেছে। এমনকি বিশ্বকাপেও তার পারফর্মেন্স ছিল নজরকাড়া।’ ২০১৮ বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই অংশ নেন তিনি। যার মধ্যে এ্যালিসন ‘ক্লিন শিট’ রেখেছেন তিনবার। ২০১৩ সালের পর থেকে গোলরক্ষকের অভাবটা খুব ভালভাবেই টের পায় লিভারপুল। পেপে রেইনার পর আর কোন নির্ভরযোগ্য গোলরক্ষক পায়নি তারা। গোলরক্ষকের অভাবটা লিভারপুল গত মৌসুমেও খুব উপলব্ধি করেছে! বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও রিয়াল মাদ্রিদের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় তারা। লিভারপুলের সেই হারের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক ক্যারিয়াসও। যে কারণেই এ্যালিসন বেকারকে কেনার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক দিতেও পিছপা হয়নি লিভারপুল। এ্যালিসনের আগে বিশ্ব ক্লাব ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক ছিলেন জিয়ানলুইজি বুফন। তাকে কেনার জন্য পার্মাকে ৫৩ মিলিয়ন ইউরো দিতে হয়েছিল জুভেন্টাসকে। সেটা ২০০১ সালে। প্রায় দেড় যুগ পর বুফনকে ছাড়িয়ে গেলেন এ্যালিসন বেকার।
×