ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধোনির পাশেই অধিনায়ক কোহলি

প্রকাশিত: ০৬:৩৫, ২১ জুলাই ২০১৮

 ধোনির পাশেই অধিনায়ক কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ইংল্যান্ড সফরে দাপুটে জয়ে শুরুর পরও টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে ভারত। দলের ব্যর্থতার মাঝে ব্যাট হাতে সুপার কোহলি ইতিহাসের সেরা রেটিং পয়েন্ট নিয়ে ভেঙ্গে দিয়েছেন ব্রায়ান লারার পুরনো রেকর্ড। তবে এসব নয়, ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে মহেন্দ্র সিং ধোনি। জোর গুঞ্জন ওঠে আগেই টেস্ট ছাড়া সাবেক অধিনায়ক এবার পুরোপুরি অবসর নিতে যাচ্ছে। এ নিয়ে দেশটির পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। সিরিজে ব্যাট হাতে হতাশ করা ধোনির আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নেয়ার ভিডিও ক্লিপসই ওই গুঞ্জনের সূত্র। যেমনটা তিনি করেছিলেন ২০১৪-২০১৫ অস্ট্রেলিয়া সফরে সিরিজের মধ্যপথে টেস্ট থেকে অবসর নেয়ার সময়। তবে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না সেটি পরিষ্কার করেছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান কোচ রবি শাস্ত্রী। ‘ধোনি তার স্বাভাবিক খেলা খেলতে না পারলেই এ প্রসঙ্গ (অবসর) ওঠে। সে যখন ভাল খেলে তখনই সবাই আবার তাকে সেরা ফিনিশার বলে ডাকে। আবার যেদিন ভাল করে না সেদিনই সবাই হামলে পড়ে। ক্রিকেটে আমাদের সবারই বাজে দিন আসে। সবাইই একটি সিদ্ধান্তে পৌঁছে যায়, আমরা নই। এসবই গুঞ্জন এমএসডির ওপর আমাদের এখনও পূর্ণ আস্থা আছে।’ ইংল্যান্ডে সংবাদ মাধ্যমকে বলেন, তিন ভার্সনের ভারত অধিনায়ক ও দেশটির ক্রিকেটে সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষ বিরাট কোহলি। আর কোচ রবি শাস্ত্রী তো এসব গুঞ্জন ‘ফালতু’ বলে জানিয়ে দিয়েছেন, ‘এটা পুরোপুরিই একটা ফালতু কথা। এমএস কোথাও যাচ্ছে না। এমএস বলটা বোলিং কোচ ভরত অরুণকে দেখাতে চেয়েছে। সে অরুণকে বলের ক্ষতিগ্রস্ত অংশ দেখাতে চেয়েছে, যেন এখানকার কন্ডিশন কেমন সেটা বোঝা যায়।’ লিডসে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ৩০ মাস পর প্রথমবারের মতো কোন ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। খেলা শেষে ধোনি আম্পায়ারদের কাছ থেকে ম্যাচের বলটি চেয়ে নিজের কাছে নিয়ে নেন। ক্রিকেটাররা অনেক সময়ই ম্যাচে ব্যবহৃত স্টাম্প, বল ইত্যাদি সুভ্যেনির হিসেবে আম্পায়ারদের কাছ থেকে চেয়ে নিয়ে থাকেন। কিন্তু ধোনি কেন ভারতের হেরে যাওয়া ম্যাচে সুভ্যেনির সংগ্রহে নেমেছেন এটা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। তবে কী খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় বলছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক? টুইটারে এ নিয়ে চলে বিস্তর আলোচনা ও বিতর্ক! একজন লেখেন ‘এটিই কী ইংল্যান্ডের মাটিতে ধোনির শেষ ম্যাচ?’ ওই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিতর্কটা আরও বেশি করে ছড়িয়ে পড়ে। তবে খোদ অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর বক্তব্যের পর সেটি বন্ধ হবে বলেই ক্রিকেট বিশ্লেষকদের ধারণা। ভারতকে ২০০৭ সালে টি২০ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানো ধোনি ২০১৪ সালে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। ৩২১ ওয়ানডেতে ৫১ গড়ে ১০ হাজার ৪৬ রান করেছেন তিনি। চতুর্থ ভারতীয় ও ক্রিকেট ইতিহাসের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড সফরে এই সিরিজেই ৫০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রানের কীর্তি গড়া ধোনি দুটি বিশ্বকাপ ছাড়াও ভারতকে এনে দিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। টেস্ট থেকে অবসর নেয়া সাবেক অধিনায়ক এখন ওয়ানডে ও টি২০ খেলছেন সাধারণ সদস্য হিসেবে। ২০১৬ টি২০ বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে আলোচনার শুরু। তবে ৩৭ বছর ভারতীয় তারকা প্রায় ইঙ্গিত দিয়েই রেখেছেন পরবর্তী বিশ্বকাপ (২০১৯) ও ২০২০ টি২০ বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন তিনি। আগামী বছর ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে ভারতের পরিকল্পনায় ধোনি যে ভালমতোই আছেন কোহলি ও শাস্ত্রীর কথায় সেটি পরিষ্কার।
×