ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৩৬, ২১ জুলাই ২০১৮

 সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি শুরু হবে। যে দল জিতবে সিরিজ তাদেরই হয়ে যাবে। এখন যে সিরিজে ১-১ সমতা আছে। সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে হারে। ৬৭ রানে হার হয়। তাতে করে সিরিজে ১-১ সমতা আসে। আজ যদি বাংলাদেশ ‘এ’ দল জিততে পারে তাহলে সিরিজ জয় হবে। এর আগে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম দুটি ম্যাচ ড্র হয়। তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে গিয়ে জিতে শ্রীলঙ্কা সিরিজ জিতে নেয়। দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৭৫ রান করে লঙ্কানরা। জবাব দিতে নেমে ৪৪.৩ ওভারে ২০৮ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে। ২৮০ রান করে। জবাব দিতে নেমে ২৭৮ রান করতে পারে শ্রীলঙ্কা। আজ তৃতীয় ম্যাচে তাহলে যে দল আগে ব্যাটিং করবে তারাই জিতবে? এ ম্যাচটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলাদা দল ঘোষণা করেছে। দলে আছেন সৌম্য সরকার, মোঃ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হোসেন, ফজলে রাব্বি, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, সাইফউদ্দিন, সোহাগ গাজী ও সানজামুল ইসলাম।
×