ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীঘ্রই আসছেন ‘নতুন মেসি’?

প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুলাই ২০১৮

  শীঘ্রই আসছেন ‘নতুন মেসি’?

রুমেল খান ॥ বিশ্ব ফুটবলের বিস্ময় লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না, সেদিন নিশ্চিতভাবেই মেসিভক্তদের জন্য দিনটি হবে সীমাহীন শোক এবং দুঃখের। যারা মেসির অবিশ্বাস্য ও নয়ন জুড়ানো নৈপুণ্যে বিমুগ্ধ হয়েই আর্জেন্টিনাকে সমর্থন করতেন, তারা হয়তো আর্জেন্টিনার হয়ে গলা ফাটানো ছেড়েই দেবেন, তাই না? তবে ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখলে তারা তাদের সিদ্ধান্ত-মনোভাব বদলাতে বাধ্য হবেনই। আর সবার এই সিদ্ধান্ত বদলের নেপথ্যে একটি কিশোর। ১৪ বছর বয়সী কিশোর এই ফুটবলারের নামটি বড়ই বিচিত্র, বেলজিয়ামের রোমেলু লুকাকুর নামের ঠিক রিভার্স ভার্সন, লুকা রোমেরু! মেসির সঙ্গে বেশকিছু অদ্ভুত মিল আছে লুকার। সবচেয়ে বড় মিল হচ্ছে- দু’জনের খেলার ধরন হুবহু এক (ইউটিউবের ভিডিওটি দেখলেই স্পষ্ট বুঝবেন)। মেসির মতোই বাঁ-পায়ের ফুটবলার লুকা। মেসি যেমন মাত্র ১৩ বছর বয়সেই আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে আসেন এবং বার্সিলোনার হয়ে খেলা শুরু করেন (প্রথমে বার্সার বয়সভিত্তিক তিনটি দল ও পরে বার্সার মূল দলে), তেমনি লুকা পাঁচ বছর বয়সেই স্পেনে চলে আসে এবং মালোর্কা দ্বীপে বসবাস করে মার্লোকা ক্লাবে (মাইনর লীগ) খেলছে। মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও স্পেনে ৫ বছর থাকার সুবাদে ১৮ বছর বয়সেই স্পেনের নাগরিকত্ব লাভ করেছিলেন। ওই বছরেই স্পেন জাতীয় দলের (অ-১৯) হয়ে খেলার প্রস্তাব পান তিনি। তখনও মেসি আর্জেন্টিনার হয়ে খেলার প্রস্তাব পাননি। তারপরও তিনি আর্জেন্টিনার হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন এবং স্পেন ফুটবল ফেডারেশনের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নইলে হয়তো ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য হতে পারতেন মেসি! তবে লুকার জন্ম মেক্সিকোয়। তার বাবা ডিয়াগো রোমেরু (জন্ম : ১৯৮৮) তখন মেক্সিকান লীগে খেলতেন। তিনি অবশ্য আর্জেন্টিনা জাতীয় দলে কখনও না খেললেও আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি এবং মেক্সিকোর বিভিন্ন ক্লাব দলে খেলেছেন (এখনও খেলছেন, পজিশন : মিডফিল্ডার, মোট ক্লাব ম্যাচ : ১৯৮, মোট গোল : ২৪, পরিসংখ্যান : ১৯ জুলাই, ২০১৮ পর্যন্ত)। মেসির বাবা জর্জ মেসি অবশ্য আর্জেন্টিনার রোজারিও’র বিভিন্ন স্থানীয়-বয়সভিত্তিক ক্লাবের খন্ডকালীন কোচ ছিলেন। জেনেটিক সূত্রে লুকা আর্জেন্টাইন। মজার ব্যাপার- ইতোমধ্যেই সে স্পেনের নাগরিকত্বও পেয়ে গেছে। তার মানে লুকা আর্জেন্টিনা, স্পেন ও মেক্সিকো তিন দেশেরই নাগরিক! তাহলে প্রশ্ন, কোন্ দেশের হয়ে খেলবে লুকা? আর্জেন্টিনার অনুরাগীরা শুনে প্রীত হবেন এই জেনে... ইতোমধ্যেই লুকা নিশ্চিত করেছে সুযোগ পেলে সে আর্জেন্টিনার হয়েই খেলতে চায়। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে খেলা তার স্বপ্ন। এএফএ’র সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে লুকা এ কথাই জানিয়েছে। মেসির সঙ্গে আরেকটি মজার মিল আছে লুকার। লুকাকে আবিষ্কার করেন যিনি সেই হোরাচিও গাগগিওলি-ই প্রথম মেসিকে বার্সিলোনার নজরে এনেছিলেন। স্প্যানিশ গণমাধ্যমের ভাষ্যমতে, ‘নতুন মেসি’ খ্যাতি পাওয়া লুকাকে এরই মধ্যে দলে নিতে বদ্ধপরিকর আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। তাকে খুব শীঘ্রই আর্জেন্টিনা অ-১৫ জাতীয় দলে নিতে মরিয়া হয়ে আছেন দলটির কোচ এবং আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা পাবলো আইমার। এখন দেখার বিষয়, আর্জেন্টিনার হয়ে কবে অভিষেক হয় লুকার। সে কী পারবে মেসির মতোই খ্যাতিমান হতে এবং মেসির অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে?
×