ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিঞ্চিৎ বিশ্রাম মিলেছে জাতীয় ফুটবলারদের

প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুলাই ২০১৮

 কিঞ্চিৎ বিশ্রাম মিলেছে জাতীয় ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস আর সাফ চ্যাম্পিয়শিপ সামনে রেখে চলছে জোর প্রস্তুতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দলের নতুন ব্রিটিশ কোচ জেমি ডে’র জন্যও এটা বড় চ্যালেঞ্জ। কাতার থেকে দুই সপ্তাহের কঠোর অনুশীলন (কন্ডিশনিং ক্যাম্প) শেষে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছে লাল-সবুজরা। কাতারে একটি প্রস্তুতি ম্যাচ খেলে তাতে ড্র করেছে তারা। কাতারে বিশ্রামের সুযোগ না পেলেও অবশেষে বিশ্রাম মিলছে তাদের। গত ৭ জুলাই কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প ও প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে যায়। লাল-সবুজবাহিনী বুধবার রাতে কাতারের আল-মেসাইমেয়ার ফুটবল ক্লাবের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বাংলাদেশ দলের কৃতিত্ব, তারা খেলায় আগে গোল হজম করেও সমতা ফেরাতে সক্ষম হয়। কাতার দলের আল হাবিব ২৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু মনোবল হারায়নি বাংলাদেশ। শাখাওয়াত হোসেন রনি ৮১ মিনিটে গোল করে লাল-সবুজদের সমতায় ফেরান। ড্র হলেও বাংলাদেশের জন্য ম্যাচের ফলাফল কিন্তু যথেষ্ট ইতিবাচক। কারণ আল-মেসাইমেয়ার দ্বিতীয় বিভাগের দল হলেও বাংলাদেশের জন্য তারা যথেষ্ট কঠিন প্রতিপক্ষই। দলটির সঙ্গে যুক্ত আছেন ক্রোয়েশিয়ার কোচিং স্টাফ। তারা কাতারের স্টার্স লীগে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে এই ইতিবাচক ফলের পেছনে ছিল দলের ফুটবলারদের কঠোর পরিশ্রম। কারণ কাতারে ফুটবলারদের বিশ্রাম করার সুযোগ মেলেনি। কারণ সকালে বিশ্রামে থাকলে বিকেলে অনুশীলন করতে হয়েছে। আবার বিকেলে প্র্যাকটিস থাকলে সকালে ফুটবলারদের জিম করাতেন জেমি। আর সে কারণেই আগামী তিন থেকে চারদিন বিশ্রামে থাকবেন রনি-জামাল ভুঁইয়ারা। আগামী ২৪ জুলাই বিকেল থেকে সাভারে জিরানির বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের।
×