ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদকজয়ীদের পুরস্কার বাড়িয়েছে বিওএ

প্রকাশিত: ০৬:৩৮, ২১ জুলাই ২০১৮

পদকজয়ীদের পুরস্কার  বাড়িয়েছে বিওএ

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরস্কার বাড়ছে। গেমস এবং পদকভেদে তিনগুণ পর্যন্ত পুরস্কার বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসেসিয়েশনের আর্থিক পুরস্কার নীতিমালা প্রণয়ন কমিটি। আগামী বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদন হবে এই সুপারিশ। অলিম্পিক গেমসে নিয়মিত অংশ নিলেও এখন পর্যন্ত পদকের দেখা পায়নি বাংলাদেশ। তবে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদকের সংখ্যা নিয়মিত। এসব প্রতিযোগিতায় অংশ নেয়া এ্যাথলেটদের আরও উৎসাহ দিতে আর্থিক পুরস্কার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিওএ। অলিম্পিকে স্বর্ণপদকের জন্য এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি, দলগত ইভেন্টে তিন কোটি করার সুপারিশ করা হয়েছে। এশিয়ান গেমসে ১৫ লাখ থেকে ২৫ লাখ, দলগত ৪০ লাখ, কমনওয়েলথ গেমসে ১০ লাখ থেকে ১৫ ও ২০ লাখ, সাউথ এশিয়ান গেমসে ৫ লাখ থেকে একক ইভেন্টে ৬ লাখ এবং দলগত ইভেন্টের প্রতি খেলোয়াড়ের জন্য ১ লাখ টাকা করে দেয়ার সুপারিশ করা হয়েছে। ১১ আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়া প্রতিটি গেমসের জন্যই বাড়ানো হয়েছে আর্থিক পুরস্কার। শুধু খেলোয়াড়ই নয়, কোচদের আর্থিক পুরস্কারও বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি। আর্থিক পুরস্কার বাড়লেও তৃণমূল থেকে খেলোয়াড় না এলে দিনশেষে সাফল্যের হার বাড়বে না বলেও মনে করেন বিওএ সহ-সভাপতি। সরকারী বরাদ্দ কিংবা স্পন্সর না পেলে বিওএ’র নিজস্ব তহবিল থেকেই দেয়া হবে এই আর্থিক পুরস্কার।
×