ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ কোটি টাকা বাজেটের মধ্যে এনএসসি দিয়েছে সাড়ে ৭১ লাখ টাকা

প্রকাশিত: ০৬:৩৮, ২১ জুলাই ২০১৮

 ১০ কোটি টাকা বাজেটের মধ্যে  এনএসসি দিয়েছে সাড়ে  ৭১ লাখ টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমসের আগে অনুশীলনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু এখন পর্যন্ত মাত্র সাড়ে ৭১ লাখ টাকা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অর্থের অভাবে অনুশীলনের এই ঘাটতির কারণে পদকের আশা করা বাড়াবাড়ি হবে বলে মনে করছেন বিওএ কর্মকর্তারা। ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় বসছে ১৮তম এশিয়ান গেমস। অন্য দেশগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করলেও বাংলাদেশ শুরু করেছে মাত্র দেড় মাস আগে। অনেকটা বাধ্য হয়েই প্রস্তুতি শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছে বিওএ। অনুশীলনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল বিওএ। কিন্তু এখন পর্যন্ত তার দশ ভাগের একভাগও দেয়নি এনএসসি। এই ঘাটতির প্রভাব সরাসরি খেলায় পড়বে বলছেন বিওএ কর্মকর্তারা। এই অর্থও দেরিতে পাওয়ায় হাতে সময় কমে গেছে ফেডারেশনগুলোর। যার কারণে ইচ্ছা থাকলেও পর্যাপ্ত অনুশীলন করতে পারছেন না খেলোয়াড়রা। এবারের আসরে একক ও দলগত মিলিয়ে মোট ১৪টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।
×