ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানসিক শান্তির আশায় তুরিনে রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৪১, ২১ জুলাই ২০১৮

মানসিক শান্তির আশায় তুরিনে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদে স্বর্ণালী সাফল্যের পরও মানসিকভাবে খুব একটা শান্তিতে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সমর্থকদের অতি প্রত্যাশার পাশাপাশি কর ফাঁকির মামলা নিয়ে ছিলেন বেশ বেকায়দায়। সান্টিয়াগো বার্নাব্যুকে ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যাওয়া নাকি এর অন্যতম প্রধান কারণ। নতুন চ্যালেঞ্জ নিতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন সি আর সেভেন। তবে চ্যালেঞ্জের পাশাপাশি বাড়তি বেতনের কারণেই যে রিয়াল ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন এটাও সবার জানা। কিন্তু স্প্যানিশ ফুটবল সভাপতির দাবি, মূল কারণ বেতন নয়, স্প্যানিশ কর। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি জ্যাভিয়ের টেবাস বলেন, সে সেখানে বেশি টাকা আয় করতে পারবে। আমার মতে আর্থিকভাবে ইতালিতে যাওয়াই ভাল। স্পেনে আর্থিক অবস্থা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। তিনি আরও বলেন, বিশ্বের সেরা লীগের মাঝে স্পেনের কর ব্যবস্থা সবচেয়ে খারাপ। অন্যান্য দেশের তুলনায় করের রেট খুব একটা বেশি না, কিন্তু খেলোয়াড় হিসেবে যখন আপনি একটা বড় অঙ্কের অর্থ উপার্জন করবেন, তখন এই ছোট্ট পার্থক্য অনেক বড় হয়ে ওঠে। স্প্যানিশ আদালতও কর নিয়ে কম ঝামেলায় ফেলেননি রোনাল্ডোকে। এই করের জন্য স্পেনে বসবাসরত সব খেলোয়াড়ই এমন ঝামেলায় পড়েছেন। নিজেদের দেশের খেলোয়াড়দের কর নিয়েও খুবই কড়া স্প্যানিশ আদালত। রোনাল্ডো তাই নিজের বকেয়া ১৮ মিলিয়ন ইউরো শোধ করেই ইতালির প্লেনের টিকেট কেটেছেন। রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক চুকিয়ে ১১ কোটি ২০ লাখ ডলার ট্রান্সফার ফিতে সিরি’এ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিয়েছেন বর্তমান ফিফা সেরা তারকা। টেবাস বলেন, আমি মনে করি আর্থিক কারণ রোনাল্ডোকে ইতালিতে যেতে অনুপ্রাণিত করেছে। স্পেনে আর্থিক বিষয়গুলো নিয়ে আমাদের একটা সমস্যা আছে। বড় লীগগুলোর মধ্যে স্পেনে খেলোয়াড়রা সবচেয়ে বাজে কর পরিস্থিতিতে পড়ে। তিনি বলেন, বিষয়টা এমন নয় যে অন্য কোথাও এই করের হার খুবই কম কিন্তু আপনি যখন একটা বড় অঙ্কের আয় করবেন তখন এই ছোট পার্থক্যগুলোও খেলোয়াড়দের কাছে অনেক বেশি অর্থ হয়ে দাঁড়ায়। এদিকে জুভেন্টাসে রোনাল্ডোকে দেখা যাবে চেনা সেই ৭ নম্বর জার্সিতে। পর্তুগীজ তারকার জন্য নম্বরটি ছেড়ে দিয়েছেন জুয়ান কুয়ারডাডো। তবে আরেক সতীর্থ লিওনার্দো স্পিনাসেসালা মজা করে হলেও জানিয়ে দিয়েছেন, ত্যাগ আছে তারও। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে ৭ নম্বর জার্সির কারণে রোনাল্ডোর ডাকনাম হয়ে যায় ‘সি আর সেভেন’। ইংলিশ প্রিমিয়ার লীগের দলটি ছেড়ে রিয়ালে পাড়ি জমানোর পর সেখানেও এই নাম্বারের জার্সি পরে আলো ছড়ান তিনি। রোনাল্ডোর আগে রিয়ালের হয়ে ৭ নম্বর জার্সি পরে খেলতেন রাউল গঞ্জালেস। আটালান্টায় দুই মৌসুম ধারে খেলে জুভেন্টাসে ফিরেছেন স্পিনাসেসালা। রোনাল্ডোর জন্য কুয়ারডাডোর ৭ নম্বর জার্সি ছেড়ে দেয়া নিয়ে মজা করেন ইতালির এই ২৫ বছর বয়সী খেলোয়াড়। তিনি বলেন, আমার নম্বর ৭ কিন্তু আমি যখন এলাম তখন এটা নিয়ে নিল কুয়ারডাডো এবং আমি এখন রোনাল্ডোকে এটা নিতে দেব। রোনাল্ডোর সাবেক বস বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জোশে মরিনহো জানিয়েছেন, সি আর সেভেন ইতালিতে যাওয়ায় সেখানকার ফুটবল আকর্ষণের কেন্দ্রে থাকবে। গত মৌসুমে ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে শিরোপার জন্য অন্যতম সেরা লড়াই হয় সিরি’এতে। অনেকটা সময় জুভেন্টাসকে চ্যালেঞ্জ জানায় নেপোলি। একই সঙ্গে কিছুটা হলেও পুনরুত্থান হয় মিলানের দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের। মরিনহো মনে করেন, রোনাল্ডো তুরিনে যোগ দেয়ার পর সিরি’এতে লড়াই আরও আকর্ষণীয় হবে। স্পেশাল ওয়ান বলেন, এখন আমরা ত্রিমাত্রিক ফুটবল দেখব। সবাই ইতালির দিকে তাকাবে রোনাল্ডোর জন্য, স্পেনের দিকে মেসির জন্য আর ইংল্যান্ডের দিকে প্রিমিয়ার লীগের জন্য।
×