ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহারাজের মহাজাদু

প্রকাশিত: ০৬:৪২, ২১ জুলাই ২০১৮

 মহারাজের মহাজাদু

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টের প্রথমদিনেই দুরন্ত বোলিং করেছেন কেশব মহারাজ। প্রথম দক্ষিণ আফ্রিকান স্পিনার হিসেবে ইনিংসে ৮ উইকেট ও পাকিস্তানের ইয়াসির শাহর পর শ্রীলঙ্কার মাটিতে বিদেশী হিসেবে দ্বিতীয়সেরা বোলিংয়ের নতুন নজির স্থাপন করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রোটিয়া বোলার। তবুও দিন শেষে ৯ উইকেটে ২৭৭ রান করে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক লঙ্কানরা। হাফ সেঞ্চুরি পেয়েছেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা (৫৭), দিমুথ করুনারতেœ (৫৩) ও ধনঞ্জয়া ডি সিলভা (৬০)। মহারাজের ঘূর্ণিবোলিংয়ের মুখে পড়ে মিডলঅর্ডারে আর কেউই সুবিধা করতে পারেননি। প্রথমদিন শেষে মহারাজের বোলিং বিশ্লেষণ ৩২-৬-১১৬-৮! টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা হয়ে ইনিংসে তৃতীয়সেরা বোলিয়ের নজির এটি। সেরা ল্যান্স ক্লুজনারের ৮/৬৪, কলকাতায় ১৯৯৬ সালে, ভারতের বিপক্ষে। দ্বিতীয়সেরা গ্রেট এ্যালান ডোনাল্ডের ৮/৭১, হারারেতে ১৯৯৫, জিম্বাবুইয়ের বিপক্ষে। অর্থাৎ আগের দু’জনই গ্রেট পেসার ছিলেন। সেখানে স্পিনার হিসেবে মহারাজের বোলিং সবার ওপরে স্থান পাচ্ছে। পরের দুটি স্থানেও দুই তারকা পেসার সাবেক মাখায়া এনটিনি ও বর্তমান ডেল স্টেইন। ক্যারিয়ারের ২২তম টেস্টে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন ২৮ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। শুক্রবার কলম্বোয় দিনের বাকি উইকেটটি নিয়েছেন আরেক পেসার কাগিসো রাবাদা। অথচ টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলঙ্কার শুরুটা কিন্তু ছিল দারুণ। বিনা উইকেটে ১১৬ রান যোগ করেছিলেন দুই ওপেনার গুনাথিলাকা ও কারুনারতেœ। ১০৭ বলে ৫৩ রান করা করুনারত্নাকে ফিরিয়ে শিকার পর্ব শুরু করেন মহারাজ। রান তোলার গতি স্লথ হলেও অপর দুই ব্যাটসম্যান গুনাথিলাকা (৫৭) ও ডি সিলভা (৬০) ফেরার পরই চাপে পড়ে স্বাগতিকরা। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কুশল মেন্ডিস (২১) আর রোশান সিলভা (২২)। নিয়ম বহির্ভূত আচরণের জন্য নিষিদ্ধ হওয়ায় নেই দীনেশ চান্দিমাল ও কোচ হাতুরু সিংহে। তাই ১-০তে এগিয়ে থাকা সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন পেসার সুরাঙ্গা লাকমল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস মাঠে প্রথমদিনেই একজন স্পেশাল স্পিনার নিয়ে খেলতে নামা প্রোটিয়ারা যে বোলিং করেছে তাতে ধুরন্ধর সব স্পিনার দিয়ে সাজানো শ্রীলঙ্কান বোলিং মোকাবেলায় সফরকারী ব্যাটসম্যানদের যে বেগ পেতে হবে সেটি অনুমেয়। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২৭৭/৯ (৮৬ ওভার; গুনাথিলাকা ৫৭, করুনারতেœ ৫৩, ডি সিলভা ৬০, মেন্ডিস ২১, ম্যাথুস ১০, রোশান ২২, দিকওয়েলা ৫, পেরেরা ১৭, ধনঞ্জয়া ১৬*; মহারাজ ৮/১১৬, রাবাদা ১/৩৭)। ** প্রথমদিন শেষে
×