ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাবল সেঞ্চুরিতে ফখর জামানের ইতিহাস

প্রকাশিত: ০৬:৪৩, ২১ জুলাই ২০১৮

ডাবল সেঞ্চুরিতে ফখর জামানের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পাকিস্তানী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেন ফখর জামান। শুক্রবার বুলাওয়েতে সিরিজের চতুর্থ ম্যাচে অপরাজিত ২১০ রানের মহাকাব্যিক এক ইনিংস উপহার দিয়েছেন ২৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৯৯ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। ওয়ানডেতে এটাই দলটির রেকর্ড সর্বোচ্চ দলীয় রান। ব্যক্তিগত ১১৩ রানে আউট হন ইমাম উল হক। ফখর-ইমাম মিলে যোগ করেন ৩০৪ রান- ওপেনিং জুটিতে যা নতুন বিশ্বরেকর্ড। টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করা তিন পাকিস্তানী ব্যাটসম্যান এদিন জিম্বাবুইয়ে বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন। ২২ বলে ঠিক ৫০ রান করে অপরাজিত আসিফ আলি। পরে জিম্বাবুইয়েকে ১৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে সরফরাজ আহমেদের দল ম্যাচটা জিতেছে ২৪৪ রানে! বিচ্ছিন্ন হওয়ার আগে ৪২ ওভারে ৩০৪ রান যোগ করেন ফখর ও ইমাম। ওয়ানডে ইতিহাসে এটাই প্রথম তিন শ’ রানের উদ্বোধনী জুটি। সবমিলিয়ে ওয়ানডেতে এরচেয়ে বড় জুটি আছে কেবল তিনটি। ওয়ানডেতে আগের সেরা উদ্বোধনী জুটি ছিল ২৮৬ রানের। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গা। জিম্বাবুইয়ের বিপক্ষে আগের সেরা উদ্বোধনী জুটির রেকর্ডও ছিল এই দুই জনেরই। ২০১১ সালে পাল্লেকেলেতে তুলেছিলেন ২৮২ রান। উদ্বোধনী জুটি তো বটেই যে কোন উইকেটেই এই প্রথম তিন শ’ রান ছোঁয়া জুটি পেল পাকিস্তান। আগের সেরা জুটি ছিল ২৬৩ রানের। শারজায় ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে আমির সোহেলের সঙ্গে সেই জুটি গড়েছিলেন ইমামের চাচা ইনজামাম-উল-হক। আর উদ্বোধনী জুটিতে পাকিস্তানের আগের সেরা ছিল ২২৮ রান। হারারেতে ২০১১ সালে জিম্বাবুইয়ের অবিচ্ছিন্ন সেই জুটি গড়েছিলেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। ১২২ বলে ৮ চারে ১১৩ রান করে ইমাম ফিরলে ভাঙ্গে ৪২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি। যেখানে ফখর প্রথম পাকিস্তানী হিসেবে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ৩৯৯/১- ওয়ানডেতে এটাই তাদের দলীয় সর্বোচ্চ। ১৫৫ বলে ২৪ চার ও ৫ ছক্কায় ২১০ রানে অপরাজিত থাকেন ফখর। সর্বোপরি ওয়ানডে ইতিহাসে এটি পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এ নিয়ে সাত ম্যাচে ইনিংস উদ্বোধন করলেন ফখর ও ইমাম। তার তিনটিতেই পেলেন তিন অঙ্কের দেখা। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে তাদের চেয়ে বেশি- চারটি করে সেঞ্চুরি আছে কেবল ফারহাত ও ইয়াসির হামিদ এবং হাফিজ ও নাসির জামশেদের। সাত ইনিংসে ১০১.৪২ গড়ে ফখর-ইমাম জুটির রান ৭১০। তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে তাদের দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি! কুইন্স পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের হয়ে শুরুতে অতটা মারমুখী ছিলেন না ফখর। স্ট্রোকের পেখম খুলেছেন ধীরে ধীরে। ফিফটি তুলে নিয়েছেন ৫১ বলে। আর সেঞ্চুরি পেতে লেগেছে ৯২ বল। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের ইনিংসটা ছিল সাঈদ আনোয়ারের।
×