ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনাস্থা প্রস্তাব খারিজ

বিপুল ভোটে জয় মোদি সরকারের

প্রকাশিত: ০৮:১৩, ২১ জুলাই ২০১৮

 বিপুল ভোটে জয় মোদি সরকারের

জনকণ্ঠ ডেস্ক ॥ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বিপুল ধ্বনিভোটে জয় হল নরেন্দ্র মোদি সরকারের। সরকারের পক্ষে ৩২৫ জন সাংসদ আস্থা প্রকাশ করেন। অন্য দিকে, অনাস্থা জানান ১২৬ সাংসদ। ভোটের ফলের পর মোদি এক টুইট বর্তায় তার সরকারের প্রতি যেসব দল সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ দিয়েছেন। আনন্দবাজার পত্রিকা জানায়, শুক্রবার প্রায় ১২ ঘণ্টা ধরে চলা সংসদের অধিবেশনের পর লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন ধ্বনিভোটের আহ্বান জানান। সেই ভোটাভুটিতে জয় হয় এনডিএ সরকারের। সরকারের এই জয় প্রত্যাশিতই ছিল। তবে বিরোধীরা কতটা জোটবদ্ধ ছিল তা বুঝে নেয়ার পরীক্ষাই যেন ছিল এই অনাস্থা প্রস্তাব। বিরোধী শক্তি যে এখনও ততটা মজবুত নয়, তা স্পষ্ট হলো। অন্য দিকে, অধিবেশনের এনডিএ সরকারের পাশে শিবসেনা এবং বিজেডি সাংসদের না পেলেও বিপুল ভোটে জয় হলো নরেন্দ্র মোদি সরকারের। . আলিঙ্গনে মোদিকে চমকে দিলেন রাহুল বিডিনিউজ জানায়, ভারতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কের পরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চমকে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কড়া ভাষায় বিজেপির সমালোচনা করে ভাষণের পরই রাহুল আচমকা আলিঙ্গন করেন মোদিকে। আর এতে হকচকিয়ে যান প্রধানমন্ত্রীও। লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় ঝড় তুলেছিলেন রাহুল। বিরোধীরাও হইচই করে বাধা দেয়ার চেষ্টা করছিল। এরপর আচমকাই ছন্দপতন ঘটিয়ে রাহুল আসন ছেড়ে নেমে এসে হেঁটে মোদির কাছে যান। গিয়েই তাকে উঠে দাঁড়াতে বললে মোদি কিছু বুঝে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজেই ঝুঁকে মোদিকে জড়িয়ে ধরেন রাহুল। ৪০ মিনিটের ভাষণ শেষে রাহুল ভারতীয় সংস্কৃতি ও রাজনৈতিক পরম্পরার কথা তুলে ধরে বলেন, ‘সবাই যত হিংসা, বিদ্বেষ করুক ভালবাসাই ভারতীয় সংস্কৃতি। আপনাদের প্রতি আমার কোন ঘৃণা নেই।’ আপনারা আমাকে হিংসা করতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে পাপ্পু বলতে পারেন। কিন্তু আপনাদের প্রতি আমার কোন রাগ কিংবা ঘৃণা নেই। আমি আপনাদের সবাইকে ভালবাসি, শ্রদ্ধা করি। কারণ, আমি হচ্ছি কংগ্রেস। এর আগে ভাষণের শুরুতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি রাহুল বলেছিলেন, ‘তিনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না। তিনি নার্ভাস। মোদি তখন হেসে উঠে সোজা রাহুলের চোখের দিকে তাকান। ভাষণে একের পর এক ইস্যুতে মোদিকে কড়া কথা শুনিয়েছেন রাহুল। তিনি মোদির বিরুদ্ধে জাতিকে মিথ্যা কথা বলার অভিযোগ করেন। রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে সরকার লুকোচুরি খেলছে কেন তা নিয়ে প্রশ্ন করেন। তাছাড়াও, রাহুল জিএসটি, নোট বাতিল, ডোকালাম ইস্যু নিয়ে শাসক দলকে প্রশ্নবিদ্ধ করেন। নারীদের দেশে নিরাপদ বোধ না করার বিষয়টিতে মোদির নীরবতা কেন তা নিয়ে এবং দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যার শিকার হওয়ার বিষয়টি নিয়েও রাহুল প্রশ্ন করেন। রাহুলের এদিনের বক্তৃতায় সোনিয়া গান্ধীসহ অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
×