ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামবুর্গ স্পোর্ট ক্লাবের কোচের দায়িত্ব পেলেন মেহদি

প্রকাশিত: ১৯:২৪, ২১ জুলাই ২০১৮

হামবুর্গ স্পোর্ট ক্লাবের কোচের দায়িত্ব পেলেন মেহদি

অনলাইন ডেস্ক ॥ জার্মানির হামবুর্গ স্পোর্ট ক্লাবের অনূর্ধ্ব ২১ ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন ইরানের সাবেক তারকা ফুটবলার মেহদি মাহদাভিকিয়া। শুক্রবার রাতে জার্মানির বন্দরনগরী হামবুর্গে এই ক্লাবের কর্মকর্তারা মাহদাভিকিয়াকে তাদের যুব ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেন। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলে ইরান দলের সদস্য ছিলেন মাহদাভিকিয়া। ফ্রান্সে অনুষ্ঠিত ওই বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে আমেরিকাকে ২-১ গোলে পরাজিত করেছিল ইরান। ওই খেলার ৪০ মিনিটের মাথায় ইরানের পক্ষে প্রথম গোল করেন হামিদ স্তিলি এবং ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন মেহদি মাহদাভিকিয়া। ওই বিশ্বকাপে নিয়ে যাওয়ার পেছনে মাহদাভিকিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মাহদাভিকিয়া পরের বছর অর্থাৎ ১৯৯৯ সালে হামবুর্গ স্পোর্ট ক্লাবের খেলোয়াড় হিসেবে যোগ দেন এবং ২০০৭ সাল পর্যন্ত একটানা এই ক্লাবের খেলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। এ সময়ে ক্লাবের সমর্থকদের কাছে মাহদাভিকিয়া অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত হন। ২০০২-২০০৩ এবং ২০০৩-২০০৪ ক্রীড়াবর্ষে হামবুর্গ স্পোর্ট ক্লাবের সমর্থকদের ভোটে মেহদি মাহদাভিকিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। সে সময় তাকে সমর্থকরা ‘ইরানি ক্ষেপণাস্ত্র’ বলে অভিহিত করত। এ ছাড়া, ২০০৩ সালে এশিয়া ফুটবল কনফেডারেশন মেহদি মাহদাভিকিয়াকে এশিয়া মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করেছিল।#
×