ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ছুরি হামলায় ১৪ বাসযাত্রী আহত

প্রকাশিত: ২০:৩৫, ২১ জুলাই ২০১৮

জার্মানিতে ছুরি হামলায় ১৪ বাসযাত্রী আহত

অনলাইন ডেস্ক ॥ জার্মানির উত্তরের শহর লুবেকে একটি বাসের যাত্রীদের ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন জখম হয়েছেন। ইতোমধ্যেই হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানান, হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীরা বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ছিলেন। সেই দৃশ্যটা একেবারে ভয়াবহ। লাফিয়ে পড়ার পর আহত অবস্থায় অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পুলিশ বলছে, হামলাকারী যে ছুরি ব্যবহার করেছেন তা উদ্ধার করা হয়েছে। সবজি কাটার কাজে ওই ছুরি ব্যবহার করা হতো। প্রত্যক্ষদর্শী আরেকজনের দাবি, হামলার পূর্বে এক ব্যক্তি তাকে (হামলাকারীকে) বয়স্ক নারীর জন্য নিজের আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে রেগে গিয়ে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন তিনি। পুলিশ বলছে, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে তদন্ত চলছে।
×