ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন ॥ বরিশালের সমস্যা সমাধানে এক মঞ্চে প্রতিশ্রুতি

প্রকাশিত: ২১:২০, ২১ জুলাই ২০১৮

সিটি নির্বাচন ॥ বরিশালের সমস্যা সমাধানে এক মঞ্চে প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নাগরিক অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল বৈঠকে নগরীর সকল সমস্যা সমাধানে এক মঞ্চে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা। নাগরিক সমাজের ৮০জন প্রতিনিধি বৈঠকে পাঁচটি প্রধান স্থানীয় ইস্যুতে তাদের সুচিন্তিত সুপারিশ তুলে ধরেন। উভয়দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা নাগরিক সমাজের তুলে ধরা নাগরিক সমস্যাগুলোকে প্রকট বলে মনে করেন। বরিশালের স্থানীয় এই সমস্যাসমূহ সমাধানে তারা তাদের দলের পূর্ব সফলতা এবং সমাধান বাস্তবায়নে সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দরা নির্বাচনের পূর্বে ও পরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেছেন। সিটি নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে শুক্রবার বরিশালের জনসাধারণের দৃষ্টিতে জনগুরুত্বপূর্ণ নাগরিক ইস্যুগুলো নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থীর মুখপাত্র মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। বৈঠকে উঠে আসে উন্নত সড়ক ব্যবস্থা, পর্যাপ্ত পয়নিঃস্কাশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কেন্দ্রীয়ভাবে পার্কিং সুবিধা, পথচারীদের জন্য রাস্তায় পর্যাপ্ত পদচারণা ব্যবস্থা গ্রহণ, নারী ও পুরুষের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণসহ শহরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য সঠিক অবকাঠামো তৈরি করা। এছাড়া দখলকৃত ও ভরাট হয়ে যাওয়া নদীর তীর ও খালগুলো পুনরুদ্ধার করে জলাবদ্ধতা সমস্যা দূরীকরণ, কীর্তনখোলা নদী ও খাল ড্রেজিং করা, খাল সম্প্রসারণ, ড্রেইনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধকরণ, সব বয়সী নাগরিকদের জন্য পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র, খেলার মাঠ নির্মাণ, নদীর ধারে হাঁটার জায়গা ও বেঞ্চ তৈরি করা, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। নারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিরাপদ পরিবহন নিশ্চিত করা, নারী উদ্যোক্তাদের জন্য বাজার নির্মাণ, হোস্টেল, শিশুদের জন্য দিবা যত্ন কেন্দ্র স্থাপন, নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপন এবং কম হারে ট্রেড লাইসেন্স ইস্যুকরণসহ সর্বোপরি নারী-বান্ধব নগর তৈরি করা। শিক্ষা প্রতিষ্ঠান ও বাবা-মায়েদের মধ্যে জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা বন্ধ করা, আইনের যথার্থ বাস্তবায়ন এবং মাদকাসক্তদের জন্য আধুনিক পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল নগরীর সকল সমস্যা সমাধান করে সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অসমাপ্ত কাজ সম্পন্নের মাধ্যমে বরিশালকে একটি তিলোত্তমা নগরী গড়ার জন্য আগামী ৩০ জুলাইর নির্বাচনে নগরবাসীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন শান্তিপূর্ণভাবে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য আহবান করেন।
×