ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের হাতে তুলে দিতে যাচ্ছে ইকুয়েডর

প্রকাশিত: ২২:৫৫, ২১ জুলাই ২০১৮

অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের হাতে তুলে দিতে যাচ্ছে ইকুয়েডর

অনলাইন ডেস্ক ॥ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অল্প কিছুদিনের মধ্যেই ব্রিটেনের কাছে হস্তান্তরে ইকুয়েডর প্রস্তুত বলে শুক্রবার জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। আরটির এডিটর-ইন-চিফ মারগারিটা সিমোনিয়ান তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাসাঞ্জকে হস্তান্তরের কথা জানান। এক টুইটে সিমোনিয়ান বলেন, ‘আমার সূত্র বলছে- অ্যাসাঞ্জকে আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েকদিনের মধ্যে ব্রিটেনের কাছে হস্তান্তর করা হতে পারে। অভূতপূর্বভাবে আমি চাইছি আমার সূত্রের খবর ভুল হোক।’ পরে উইকিলিকসও আরটির এডিটর-ইন-চিফ মারগারিটা সিমোনিয়ানের টুইটটি রি-টুইট করে। এ সপ্তাহের শুরুতে টাইমস পত্রিকার খবরে বলা হয়, অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে সরানোর জন্য ব্রিটেন ও ইকুয়েডরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন ডানকান এই কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। অ্যাসাঞ্জের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি এবিষয়ে কিছু জানেন না। তবে তিনি মনে করেন, আমেরিকা ইকুয়েডরের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। ইকুয়েডরের নবনির্বাচিত প্রেসিডেন্ট লেনিনের মোরেনো ব্রিটেন সফরের কয়েক সপ্তাহ আগে এই প্রতিবেদনটি প্রকাশ করল টাইম। অ্যাসাঞ্জকে ‘হ্যাকার’ এবং ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা’ বলে অভিহিত করেন মোরেনো।
×