ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরার ফাঁদ ‘ধিয়াল’এর চাহিদা বাড়ছে

প্রকাশিত: ২৩:১৮, ২১ জুলাই ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরার ফাঁদ ‘ধিয়াল’এর চাহিদা বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমের শুরুতেই নানা প্রজাতির দেশি জাতের মাছের বিচরণ বাড়ছে। আর এসব মাছ সহজ পদ্ধিতে ধরতে বাঁশের তৈরি ‘ধিয়াল’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ওইসব ‘ধিয়াল’ কেনার এখন ধুম পড়েছে। জানা যায়, দেশি প্রজাতির ছোট-বড় বিভিন্ন প্রকার মাছ ধরার জন্য ব্যবহার করা হচ্ছে বাঁশের তৈরি বিশেষ এই ফাঁদ। সহজ পদ্ধতিতে মাছ ধরার এ ফাঁদ ‘ধিয়াল’ নামে পরিচিত। গ্রামাঞ্চলে মাছ ধরার সবচেয়ে আদি উপকরণ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে। উপজেলার একাধিক ধিয়াল দিয়ে মাছ সংগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম শুরু থেকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খাল-বিল ও নদী-নালায় ধিয়াল দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। যা চলতে থাকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত। তাই এসব অঞ্চলের হাটবাজারে মাছ ধরার উপকরণ হিসেবে প্রতিদিন বিক্রি হচ্ছে বাঁশের তৈরি এ ধিয়াল। সরেজমিনে উপজেলার বড়চওনা বাজারে গিয়ে দেখা যায়, সেখানে ধিয়াল ছাড়াও মাছ ধরার বিভিন্ন প্রকার উপকরণ বিক্রির বিরাট হাট গড়ে উঠেছে। বহেড়াতৈল বাজারটি নদীর তীরবর্তী অঞ্চলের মাছের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে মাছ ধরার উপকরণসহ মাছ ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে নিয়ে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকেন। এছাড়া উপজেলার যাদবপুর, কচুয়া, শালগ্রামপুর, ইন্দারজানি, পলাশতলী, কুতুরসহ বিল অঞ্চলের বিভিন্ন হাট-বাজার ছাড়াও বিভিন্নস্থানে এ ধিয়ালের বিক্রি হচ্ছে। এ বিষয়ে ধিয়াল দিয়ে মাছ শিকারী জাফর মিয়া বলেন, এ উপকরণ দিয়ে বিভিন্ন ধরণের দেশী প্রজাতির মাছ ধরে প্রতিদিন ৬০০-৮০০ টাকা বিক্রি করে আমার সংসার চলে। তাছাড়া বাজারে এ মাছের বেশ কদরও রয়েছে বলেও জানান তিনি ।
×