ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে রাষ্ট্রপতি আসছেন আগামীকাল

প্রকাশিত: ০০:০৫, ২১ জুলাই ২০১৮

বাকৃবিতে রাষ্ট্রপতি আসছেন আগামীকাল

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিনে আজ আগামীকাল রবিবার দুপুর ২টায় বাকৃবিতে আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দিনব্যাপী সফরে রাষ্ট্রপতি হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করবেন। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৫৭ বছর উদযাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। তিনি বলেন, স্পেনের শিক্ষা মন্ত্রণালয়ের স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের করা র্যাংকিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের ১৫০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর দুইবার প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করছে। দিনব্যাপী অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান ও নির্বাহী সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এমিরেটাস অধ্যাপক ড. এম.এ. সাত্তার মন্ডল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এরপর রাষ্ট্রপতি হাওড় ও চরাঞ্চলের কৃষি ও কৃষকের জীবনযাত্রার মাননোয়নের অধিকতর গবেষণার লক্ষে দেশের প্রথম প্রতিষ্ঠিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন । পরে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি নিয়ে আয়োজিত প্রদর্শনী মেলার পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয় অংশে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৪ হাজার গ্রাজুয়েট তাঁদের পরিবার নিয়ে অ্যালামনাইয়ে অংশগ্রহণ করবেন। এসময় কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১১ জন কৃতি কৃষিবিদ অ্যালামনাইকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু প্রমূখ। এদিকে দিনটি উদযাপনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রপতির আগমন ও অ্যালামনাই সমাবেশ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন ও সড়ক আলোক সজ্জিত করা হয়েছে। ধূয়ে মোছে পরিষ্কার করা হয়েছে প্রতিটি স্থাপনা। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ক্যাম্পাস।
×