ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাগুরায় চিত্রা নদীতে ভেঙ্গে পড়া লোহার ব্রীজটি পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে

প্রকাশিত: ০১:০০, ২১ জুলাই ২০১৮

মাগুরায় চিত্রা নদীতে ভেঙ্গে পড়া লোহার ব্রীজটি পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় চিত্রা নদীতে ভেঙ্গে পড়া লোহার ব্রীজটি অপসারন না করায় পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে । মাগুরা যশোর ভাযা আড়পাড়া সড়কের মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর উপর নির্মিত লোহার ব্রীজটি ভেঙ্গে পড়ার দেড় বছর পরও অপসারন করা হয়নি । সাম্প্রতিক বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধির ফলে ব্রীজের যন্ত্রাংশ পানিতে তলিয়ে গিয়ে মরিচা ধরছে । ভেঙ্গেপড়ার দীর্ঘদিন পরও ব্রীজটির যন্ত্রাংশ খোলা হয়নি । ফলে কোটি টাকা সরকারী সম্পদ নষ্ট হচ্ছে । জানাগেছে , মাগুরা যশোর ভায়া আড়পড়া সড়কের জেলার শালিখার সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর উপর লোহার সেতু ছিল । ১৩ ফেব্রুয়ারী ২০১৭ সকালে সেতুতে একই সাথে তিনটি ট্রাক উঠলে প্রচন্ড শব্ধে লোহার ব্রীজটি ভেঙ্গে পড়ে । ফলে মাগুরা যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে মাগুরা সদক ও জনপথ বিভাগ ভেঙ্গে পড়া পাশেই নতুন বেইলী ব্রিজ নির্মান করেছে। যার উপর দিয়ে যান চলাচল করছে কিন্তু ভেঙ্গে পড়া ব্রীজটি দীর্ঘ দেড় বছরেও অপসারন না করা হয়নি । ফলে নদীর পানি বৃদ্ধির ফলে পুরাতন ব্রীজটি পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে । মূল্যবান লোহার সামগ্রী পানিতে ডুবে রয়েছে । ক্ষতি হচ্ছে সরকারী অর্থ । ব্রীজটি অপসারন করলে কোটি টাকার মূল্যের সরকারী সম্পদ করা করা সম্বব হবে অভিঙ্গমহল মনে করেন ।
×