ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় মধুমতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারন

প্রকাশিত: ০১:০০, ২১ জুলাই ২০১৮

মাগুরায় মধুমতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় মধুমতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারন করেছে ভ্রাম্যমান আদালত । আজ শনিবার দুপুরে মাগুরার মহম্ম্দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মধুমতি নদী থেকে বড়রিয়া থেকে রাজাপুর রাহাতপুর পর্যন্ত ১২ কিলোমিটার লম্বা খালের ৬টি পয়েন্টে অবৈধ বাঁধ অপসারন করেন। দেশীয় প্রজাতির মাছ রক্ষ্যার লক্ষে মৎ¯্র বিভাগ উপজেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন। এই সময় অবৈধ বাঁধগুলি অপসারন করা হয় । লোক পাওয়া না যাওযায় তাদের গ্রেফতার করা সম্ভব হযনি । উল্লেখ্য , এক শ্রেনীর প্রভাবশারী ব্যাক্তি অরবধ বাঁধ দিয়ে নানা প্রজাতির মাছ ধরছিল ।
×