ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, আটক ২

প্রকাশিত: ০১:০২, ২১ জুলাই ২০১৮

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মনোফিলামেন্ট সূতার আড়ালে মুন্সীগঞ্জ শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়ন, মিরকাদিম পৌরসভা ও রামপাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় দু’শোরও অধিক কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি গড়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে অবৈধ ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে র্যাব ও মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চলে। এ সময় একযোগে কিছু সময়ের জন্য কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধ রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। তবে কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোতে দীর্ঘদিন ধরে পুলিশের অভিযান বন্ধ রয়েছে। আচমকা বন্ধ রয়েছে কোস্টগার্ডের অভিযানও। তবে, পঞ্চসার-মুক্তারপুর, গোসাইবাগ, নয়াগাঁও, কালিখোলা, মিরেশ্বররাই, বাস্তুহারা, ফিরিঙ্গিবাজার এলাকার রাঘববোয়ালদের কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে অভিযান না হওয়ায় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। মুন্সীগঞ্জে বর্ষা মৌসুমকে সামনে রেখে দু’শোর অধিক কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি পুরোদমে উৎপাদন ও বিপণন শুরু করেছে। র্যাব ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের দীর্ঘদিন অভিযান না থাকা এবং বর্ষা মৌসুমে কারেন্ট জালের চাহিদা অত্যধিক থাকায় ও বাজারমূল্য অধিক পাওয়ায় কারেন্টজাল ব্যবসায়ীরা পুরোদমে এর উৎপাদন ও বিপণন শুরু করেছে। এ রকম গোপন খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় হাবিব মাস্টার ফিশিং নেট নামের একটি কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে শুক্রবার মধ্যরাত ১২টা থেকে অভিযান শুরু করে র্যাব ও মৎস্য অফিস। কারখানাটির নিচতলার বিভিন্ন রুম থেকে তিনতলা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি থেকে দু'জনকে আটক করা হয়েছে। তবে ফ্যাক্টরির মালিক পলাতক রয়েছে। র্যাব-১১’র কোম্পানী কমান্ডার এএসপি সহকারি পরিচালক মহিতুল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে। মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা শুক্রবার মধ্যরাত ১২টা থেকে ডিঙ্গাভাঙ্গার হাবিব মাস্টারের মাস্টার ফিশিং নেট নামের কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে অভিযানে নামেন। কারখানাটির নিচতলা থেকে তৃতীয়তলার বিভিন্ন রুম থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। এই অভিযান শনিবার সকাল ৬টা পর্যন্ত চলে।
×