ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সিনেমা গুলির খলনায়কেরাই শেষ দৃশ্যে জিতেছিলেন

প্রকাশিত: ০১:১০, ২১ জুলাই ২০১৮

এই সিনেমা গুলির খলনায়কেরাই শেষ দৃশ্যে জিতেছিলেন

অনলাইন ডেস্ক ॥ সিনেমা মানেই খলনায়কের চোখরাঙানি। আর ক্লাইম্যাক্সে নায়কের সঙ্গে টক্কর দিতে গিয়ে অবধারিত হার। তবে আজ যে সব ভিলেনদের কথা আমরা শুনব, সিনেমার শেষে তাঁরা জিতে গিয়েছেন। নায়কের অর্ধ থেকে বল নিয়ে গোল করে দিয়েছিলেন সেই খলনায়কেরা। পদ্মাবত: শেষ পর্যন্ত পদ্মাবতীকে নিজের করে নিতে পারেননি আলাউদ্দিন খিলজি। তবে যুদ্ধে জিতে গিয়েছিলেন। রাজপুতদের হারিয়ে শেষ অবধি জিতেছিলেন ছবির খলনায়ক আলাউদ্দিন খিলজি। ধুম: ‘ধুম’ ছবিতে জন আব্রাহামের চরিত্রের নাম ছিল কবির। একের পর এক চুরির ঘটনার পর পুলিশ তন্ন তন্ন করে খুঁজছিল কবিরকে। কিন্তু কবিরকে ধরতে গিয়ে রীতিমতো বোকা বনে গিয়েছিল পুলিশ। ধরা দেওয়ার পরিবর্তে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন কবির। ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি: ঠান্ডা মাথায় ব্যোমকেশের সামনে একের পর এক বিপদ এনে হাজির করছিলেন ডক্টর গুহ। আর সেই ডক্টর গুহর চরিত্রে অভিনয় করেছিলেন যিনি, তিনি নীরজ কবি। ব্যোমকেশের কাছে ডক্টর গুহ কিন্তু হার মানেননি শেষ পর্যন্ত। রমন রাঘব টু পয়েন্ট জিরো: আপাত দৃষ্টিতে নওয়াজ মনে হলেও, পুলিশই কিন্তু এই ছবির আসল ভিলেন। আর সেই ডাকাবুকো পুলিশ রাঘবনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভিকি কৌশল। পুলিশ হয়ে একের পর এক খুন করে যাচ্ছিলেন রাঘবন। তবে রাঘবন কিন্তু ধরা দেননি শেষ পর্যন্ত। ফ্যান: ‘ফ্যান’ ছবিতে শাহরুখের জাবরা ফ্যান গৌরব একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছিলেন। গৌরবের চরিত্রটিতেও শাহরুখকেই দেখা গিয়েছিল। তবে শেষে আত্মঘাতী হয়েছিলেন এই ছবির ভিলেন গৌরব। ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই: হাজি মস্তানের মৃত্যুর পর আন্ডারওয়ার্ল্ডের মুখ হয়ে ওঠেন শোয়েব। তাঁকে ধরতে গিয়ে শেষ অবধি গলদঘর্ম অবস্থা দাঁড়ায় পুলিশের। কিন্তু ভিলেন শোয়েব শেষ অবধি নিজের চালে বাজিমাত করে দিয়েছিলেন। আর দর্শকদের ভালবাসার পাত্র হয়ে উঠেছিলেন ভিলেন শোয়েব অর্থাৎ ইমরান হাসমি। গ্যাঙ্গস অব ওয়াসিপুর টু: গোটা ছবিতে ভিলেন হিসেবে দাপট দেখিয়ে গিয়েছিলেন নওয়াজ অর্থাৎ ফয়জল খান। কিন্তু শেষে তাঁকেই খুন করে ভিলেন হয়ে ওঠেন তাঁরই দলের সদস্য ডেফিনেট। আর এই ডেফিনেটের চরিত্রে অভিনয় করেছিলেন জিশান কাদরি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×