ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইবার অপরাধ থেকে বাঁচাতে ডিজিটাল নিরাপত্তা আইন : মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০২:৩১, ২১ জুলাই ২০১৮

সাইবার অপরাধ থেকে বাঁচাতে ডিজিটাল নিরাপত্তা আইন :  মোস্তাফা জব্বার

সংবাদদাতা, মেহেরপুর ॥ আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলোকে সাইবার অপরাধ থেকে বাঁচাতে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হচ্ছে। যেখানে বংলাদেশ ব্যতিত পৃথিবীর কোন দেশে এই আইন নেই, বাংলাদেশই প্রথম এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছে, পরবর্তী সংসদ অধিবেশনে আইনটি পাশ হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাদেশের প্রত্যেকটি বাড়ীতে ইন্টারনেটের সুবিধা পৌছানো একটি চ্যালেঞ্জ ছিল, সারা বাংলাদেশের ৭৭২ টি ইউনিয়ন ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্জিত ছিল, বর্তমানে সেগুলো ইন্টারনেটের আওয়াতায় এসেছে। ইন্টারনেটের দাম ১৫% থেকে ৫% ভ্যাটে নামিয়ে আনার খসড়া চুড়ান্ত করা হয়েছে। মোবাইল কম্পানিদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চত করা হবে। এছাড়া কোন আইন অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা হবেনা বলে তিনি দাবি করেন। সাংবাদিকদের জন্য ৩২ ধারায় গুপ্তচরবৃত্তি যে বিষয়টি আছে সেটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানান। শনিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর অডিটরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। পরে আইসিটি ফর ই খুলনা বিভাগের আম্ব্যাসেডর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেনে তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান। খুলনা বিভাগের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেয় এই সম্মেলনে যোগ দেন।
×