ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চার শর্ত পূরণ হলে আগামী জাতীয় নির্বাচন হতে পরে : এমাজউদ্দিন

প্রকাশিত: ০২:৪৮, ২১ জুলাই ২০১৮

চার শর্ত পূরণ হলে আগামী জাতীয় নির্বাচন হতে পরে : এমাজউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ চার শর্ত পূরণ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পরে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যাণলয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। আর এ চার শর্ত হচ্ছে- খালেদা জিয়াসহ বিএনপির ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ৭৮ হাজার মামলা প্রত্যাহার, নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া ও বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট মন্ত্রণালয়সহ ৩ থেকে ৫টি মন্ত্রণালয়ের দায়িত দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন ও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরী করা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই শর্তের কথা জানান। আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে রাজপথে থেকে আন্দোলন করে শক্তি দেখাতে হবে। বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে কবরে নিয়ে গেছেন। এ কারণে গতকালও তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে। আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন প্রমুখ।
×