ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর মুখে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা প্রত্যাশা করেন : মওদুদ

প্রকাশিত: ০২:৪৯, ২১ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রীর মুখে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা প্রত্যাশা করেন : মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর মুখে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রত্যাশা করেন। মওদুদ বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন ত্ত্বাবধায়ক সরকার। তাই প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরতকারের ঘোষণা দেবেন। তিনি বলেন, সরকারি খরচে প্রধানমন্ত্রীকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসংবর্ধনা দেয়ায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরও একইভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সুযোগ কেন দেয়া হয় না? ব্যারিস্টার মওদুদ বলেন, কোটা সংস্কার করা যাবে না সুপ্রিম কোর্টের রায়ে কোথাও এমনটি বলা নেই। প্রধানমন্ত্রী ১১ এপ্রিল সংসদে দাঁড়িয়ে বললেন কোটা বাতিল করে দিলাম। এখন আবার তিনি বলছেন কোটা পদ্ধতি থাকতে হবে। তিনি সুপ্রিম কোর্টের একটি রায়কে উদাহরণ হিসেবে দেখিয়ে বলছেন, রায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু আমি বলতে চাই— সুপ্রিম কোর্টের এমন কোনো রায় নেই যেখানে বলা আছে, কোটা পদ্ধতি সংস্কার করা যাবে না। এই ধরনের কোনো রায় কেউ দেখাতে পারবেন না। আসলে প্রধানমন্ত্রীকে সঠিকভাবে বিষয়টি জানানো হয়নি। মওদুদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে কোনও রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। এটা সম্ফূর্ণভাবে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত একটি আন্দোলন। তবে এ সরকার কোনও ধরনের সমালোচনা বরদাস্ত করতে পারে না বলে কোটা আন্দোলনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা খুজে পায়। তিনি বলেন, কোর্টের রায়ের অজুহাত দেখিয়ে প্রধানমন্ত্রী কোটার বিষয়ে যে ওয়াদা দিয়েছিলেন, তা থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে ভুল বুঝানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনা হেরফেরের দায় সরকারের। আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হয়েছে। সেই দায় নিয়ে আগের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন। সোনা হেরফেরের ঘটনায় অবিলম্বে বর্তমান গভর্নরেরও পদত্যাগ করা উচিত। আয়োজক সংগঠনের উপদেষ্টা সালমান ওমর রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের নেতা ফরিদ উদ্দিন, হুমায়ুন কবির বেপারী প্রমুখ।
×