ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২০ লাখ টাকার বিদেশী ওষুধ জব্দ

প্রকাশিত: ০৬:১৬, ২২ জুলাই ২০১৮

শাহজালালে ২০ লাখ টাকার বিদেশী ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত ২০ লাখ টাকার বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান, শনিবার দুবাই থেকে আসা শিরিন আক্তার নামে এক যাত্রীর কাছ থেকে এই ওষুধগুলো জব্দ করা হয়। ওষুধগুলোর মধ্যে রয়েছে মিনোগন, প্লোবিভিক্স, মিস্কটার্ট, ডুপেসটন, ইপ্রেক্স, বিভাট্রাসিনসহ মোট ৬ প্রকারের চার হাজার ৫৭৩টি ওষুধ, ইনজেকশন ও ইনসুলিন। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্ল্যাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যাত্বজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় যাত্রী শিরিন আক্তার দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রীন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা ২টি লাগেজ খুলে বিদেশী ওষুধগুলো পাওয়া যায় যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। ওষুধগুলো কাস্টমস গোডাউনে জমা দিয়ে এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। শিরিন আক্তারের পাসপোর্টও জব্দ করা হয়েছে। রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫৪ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র মিডিয়া সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৪৯ থানায় বিশেষ অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এ সময় ৫৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১ হাজার ৯১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৩৫ গ্রাম ১০৩০ পুরিয়া হেরোইন ও ৪০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।
×