ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিম রক্ষার চেষ্টা

প্রকাশিত: ০৬:১৬, ২২ জুলাই ২০১৮

ডিম রক্ষার চেষ্টা

জাকানা পাখির প্রধান বৈশিষ্ট্য এটির পা ও লেজ অপেক্ষাকৃত লম্বা। অন্যান্য পাখির তুলনায় এটির পায়ের পাতাও প্রসারিত। এটি সাধারণত আমেরিকা ও মেক্সিকো অঞ্চলের পাখি। ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরের ৬৭ কিলোমিটার দূরের সিলিকা লেকে সম্প্রতি এই পাখির দেখা মেলে। দুটি ডিমকে রক্ষা করার চেষ্টা করছে এই মা পাখি –এএফপি ঘরে ফেরা গত কয়েক মাস আগে সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে আইএস জঙ্গীদের হটিয়ে দেয়া হলেও ওই প্রদেশের ফুয়া ও কাফ্রিয়া অঞ্চলে জঙ্গীদের অল্প বিস্তর আনাগোনা ছিল। সম্প্রতি এই এলাকা দুটি থেকেও আইএসকে হটিয়ে দেয়া হয়। এরপর ওই এলাকায় লোকজন আবার আসতে শুরু করেছে। শুক্রবার নিজ এলাকায় আসার সময় ভাঙ্গা বাসের জানালা দিয়ে এভাবে তাকিয়ে থাকে এক কিশোরী -এএফপি
×