ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কাবিটা ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

প্রকাশিত: ০৬:১৭, ২২ জুলাই ২০১৮

নীলফামারীতে কাবিটা ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাবিটা, স্বেচ্ছা তহবিল, শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্ব¡রে ওই সকল টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর এমপি। মন্ত্রী ওই অনুষ্ঠানে ৩৪১ জনের মাঝে স্বেচ্ছা তহবিলে ১০ লাখ টাকা, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৪৬৭ শিক্ষার্থীর মাঝে ছয় লাখ টাকার শিক্ষাবৃত্তি, এলজিইডির অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীতে কর্মরত ১৫০ দরিদ্র নারীর সঞ্চয়ের এক কোটি ১৭ লাখ টাকা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীতে ১০০ কাবিটা প্রকল্পের ৫২ লাখ টাকা বিতরণ করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। খুলনায় বৃক্ষমেলা শুরু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শনিবার সকালে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হানুরু রশিদ, বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন। এই মেলায় সরকারী ও বেসরকারী মিলে ৫৮টি স্টল রয়েছে।
×