ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কর্মমুখী শিক্ষা

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুলাই ২০১৮

কর্মমুখী শিক্ষা

বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। কর্মমুখী শিক্ষার মাধ্যমেই বেকারত্ব নিরসণ সম্ভব। বর্তমানে বেশ কিছু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) অন্যতম। আসুন জেনে নেই, বিভিন্ন কর্মমুখী কোর্সের বিস্তারিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত ৬ মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্সে চাইলে ্আপনিও পড়তে পারেন। কোর্সগুলো হলো : কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া, হার্ডওয়ার এ্যান্ড নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং ও এ্যাপারেল মার্চেন্ডাইজিং। এই কোর্সগুলোর সিলেবাস প্রণয়ন, পরীক্ষা নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে। সুযোগ-সুবিধা : সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিকমানের কম্পিউটার ল্যাব সমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস যা ছাত্র/ছাত্রীদের শিক্ষার পরিবেশকে করে নিশ্চিত ও যুগপযোগী। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালিন ক্লাসের ব্যাবস্থা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষন কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যুনতম এসএসসি পাশ যে কোন বয়সের যে কেউ এই কোর্স গুলোতে ভর্তি হতে পারবে । যোগাযোগ : ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা। ফোন: ০১৭১৩-৪৯৩২৬৭, ০২-৯১৩৪৬৯৫। নাঈম খান
×