ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুলাই ২০১৮

ক্যাম্পাস সংবাদ

ডিআইইউতে উদ্যোক্তা সচেতনতাবিষয়ক কর্মশালা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গত ১৫ জুলাই গ্রীনরোড ক্যাম্পাসে ড. এম. আই. পাটোয়ারী অডিটেরিয়ামে ‘তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করে। অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, এমটিসি গ্লোবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া দিনব্যাপী তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে. এম. মেহসীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার। প্রোগ্রামে একটি প্রাসঙ্গিক ও প্রেরণামূলক ভিডিও উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের সাফল্য ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এই বছর প্রথম ব্যাচে তিন বিভাগ থেকে ১১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে শত ভাগ শিক্ষার্থী পাসসহ দু’জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় কৃতিত্ব দেখিয়েছে। মানবিক বিভাগে পাসের হার ৯৫ শতাংশ। এই সফলতায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, আমার প্রতিষ্ঠানে প্রথম ব্যাচের এ শিক্ষার্থীদের নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন প্রস্তুত করে দিয়েছি যার ফলে আজকের এই সফলতা। প্রতিষ্ঠানটির সফলতায় এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। ক্যাম্পাস প্রতিবেদক
×