ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র ॥ গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুলাই ২০১৮

টু ক রো খ ব র ॥ গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

বৈশ্বিক মোবাইল অপারেটিং সিস্টেম খাতে এ্যান্ড্রয়েড দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। বর্তমানে বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোনই এ্যান্ড্রয়েডচালিত। এ অপারেটিং সিস্টেম এ্যালফাবেট ইনকর্পোরেশন নিয়ন্ত্রিত গুগলের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। কারণ গ্রাহকরা এখন মোবাইল ডিভাইস দিয়ে অনলাইনে কেনাকাটা করছেন বেশি। কারসাজির মাধ্যমে অনুসন্ধান ফলাফলে নিজেদের শপিং সেবাকে এগিয়ে রেখে অন্যায্য সুবিধা নিয়েছে গুগল। জনপ্রিয় এ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের সহায়তায় বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এমনটা করে আসছে এ্যালফাবেট ইনকর্পোরেশন নিয়ন্ত্রিত প্রযুক্তি জায়ান্টটি। ইউরোপিয়ান কমিশনে করা এমন একটি এ্যান্টি-ট্রাস্ট মামলার রায়ে ৫০৬ কোটি ডলার জরিমানা করা হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটিকে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গুগলের প্রবৃদ্ধির অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল সার্চ সেবা বা মোবাইল ডিভাইসের মাধ্যমে অনুসন্ধান খাত। ইইউর সাম্প্রতিক সিদ্ধান্ত মোবাইল অনুসন্ধান সেবা খাতে প্রতিষ্ঠানটির একচ্ছত্র আধিপত্য কমাবে। সংশ্লিষ্ট সূত্রমতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টাগার এক মিটিংয়ে গুগলকে এ বড় অঙ্কের জরিমানা করার বিষয়ে একমত হয়েছেন। ইইউর তদন্তে বেরিয়ে এসেছে এ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের ওপর অবৈধ কিছু শর্ত আরোপ করে রেখেছে গুগল। এ কারণে প্রি-ইনস্টল সফটওয়্যারসহ এ্যান্ড্রয়েড ডিভাইস সরবরাহে বাধ্য হচ্ছে নির্মাতারা। এসব প্রি-ইনস্টল সফটওয়্যার কাজে লাগিয়ে অনলাইন কেনাকাটায় নিজেদের শপিং সেবাগুলোকে এগিয়ে রাখছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা নির্দিষ্ট কোন একটি পণ্যের অনুসন্ধান করলে আগে গুগলের শপিং সেবা প্রদর্শন করা হয়, যা ইউরোপের বাজার প্রতিদ্বন্দ্বিতা নীতির পরিপন্থী এবং এ ধরনের আচরণের ফলে গ্রাহকদের বিভিন্ন শপিং সাইট থেকে পণ্য পছন্দের পরিসর ছোট হয়ে এসেছে। ২০১৭ সালে গুগলের নিট মুনাফা ১ হাজার ২৬২ কোটি ডলারে পৌঁছে। ১৮ জুলাই প্রতিষ্ঠানটির গত বছরের নিট মুনাফার ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
×