ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে জ্বালানি তেল রফতানিতে মন্দাভাব

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জুলাই ২০১৮

সৌদিতে জ্বালানি তেল রফতানিতে মন্দাভাব

সৌদি আরবের জ্বালানি তেল রফতানি খাতে মন্দাভাব দেখা গেছে। চলতি বছরের মে মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আগের মাসের তুলনায় প্রতিদিন গড়ে তিন লাখ ব্যারেলের বেশি কমেছে। সৌদি সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও এ্যারাবিয়ান বিজনেস। সৌদি আরব অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সদস্য। ওপেকের জয়েন্ট অর্গানাইজেশনস ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) কমিটির কাছে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বিষয়ে তথ্য সরবরাহ করেছে সৌদি প্রশাসন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মে মাসে সৌদি আরবের জ্বালানি তেল রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৬৯ লাখ ৮৪ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। গত এপ্রিলে দেশটি থেকে প্রতিদিন গড়ে ৭৩ লাখ ১২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে দৈনিক ৩ লাখ ২৮ হাজার ব্যারেল। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। সৌদি সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে দেশটি থেকে দৈনিক গড়ে ৭২ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। জুলাইয়েও দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় সমপরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল রফতানির সম্ভাবনা রয়েছে বলে জানান ওপেকে নিযুক্ত সৌদি গবর্নর আদেব আল-আমা। অর্থনীতি ডেস্ক
×