ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক লাল সাহার জয়ন্তী

প্রকাশিত: ০৬:৪২, ২২ জুলাই ২০১৮

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক লাল সাহার জয়ন্তী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বরিশালের গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা প্রয়াত মানিক লাল সাহার ৭৯তম জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী সঙ্গীত, নৃত্য, মঞ্চ নাটক, ছড়াগান, যাদু প্রদর্শনসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ও স্বর্গীয় মানিক লাল সাহার পুত্র রাজারাম সাহা, মেয়ে আইভি সাহা প্রমুখ।
×