ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রী-মেয়েকে হত্যার অভিযোগে নিহত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

প্রকাশিত: ০৭:২৮, ২২ জুলাই ২০১৮

স্ত্রী-মেয়েকে হত্যার অভিযোগে নিহত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে নিহত ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে তার স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন তার বাবা। নিহত ব্যবসায়ী কামাল হোসেনের বাবা গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামের হাশেম মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। অপরদিকে জমি বিক্রির টাকা ও সম্পত্তি আত্মসাত করতে কামালের ভাই ও স্বজনরা ওই তিনজনকে হত্যা করেছে বলে নিহত কামালের শ্বশুর বাড়ির লোকজন দাবি করেছে। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে কামাল হোসেনের (৪০) বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো কামালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ঘরের মেঝেতে পড়ে থাকা কামালের স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তাদের একমাত্র সন্তান সানজিদা কামাল ওরফে রিমির (১৯) গলা ও পেট কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা ও রিমির শরীরে ধারাল অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে। রিমি রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী। স্ত্রী ও মেয়েকে হত্যার পর হতাশ ব্যবসায়ী কামাল নিজেও গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে।
×