ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে বাসচাপায় নিহত তিন

প্রকাশিত: ১৭:৫৩, ২২ জুলাই ২০১৮

রংপুরে বাসচাপায়  নিহত তিন

অনলাইন ডেস্ক ॥ রংপুরের হাজিরহাটে মন্থনা নামক এলাকায় নৈশকোচের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×