ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ১৮:২৯, ২২ জুলাই ২০১৮

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

অনলাইন রিপোর্টার ॥ কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছেন বাহিনীর এক কর্মকর্তা। র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। আটকরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম। তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান এএসপি মিনতানূর।
×